প্রথম নামটা ছিল নেইমারের। চোট নিয়ে তিনি মাঠের বাইরে চলে গিয়েছিলেন। যার ফলে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ থেকে খসে পড়েছিল একটি তারার নাম। এবার সে লড়াইয়ের লাইনআপ থেকে ছিটকে গেল এই ম্যাচের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নাম। চোটের কারণে তিনিও চলে গেছেন মাঠের বাইরে।
সোমবার প্রকাশিত দলে তার নাম ছিল না। তার আগে ঘোষিত ৩৩ সদস্যের দলে তার নাম ছিল। আর্জেন্টিনা তার ছিটকে যাওয়ার কারণ জানায়নি। তবে কেন দলের অধিনায়ক প্রাথমিক দলে থেকেও চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারেননি, তার ব্যাখ্যা নিশ্চয়ই রকেট সায়েন্স নয়!
মেসির ছিটকে যাওয়ার কারণটা ছিল ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। আটলান্টার বিপক্ষে সোমবার সকালের এই ম্যাচে আর্জেন্টাইন মহাতারকা করেছিলেন দারুণ এক গোল। তাতে ভর করেই গেল এমএলএস কাপ থেকে ছিটকে পড়ার শোধটা মায়ামি তুলেছিল আটলান্টার ওপর।
সে ম্যাচেই চোটটা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোলটা করার কিছু সময় পর বাম পায়ে ব্যথা পান তিনি। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সে পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন তিনি। যার ফলে তাকে ছিটকে যেতে হলো এই আন্তর্জাতিক উইন্ডো থেকে।
মেসিকে ছাড়াই এখন খেলতে হবে আকাশি-সাদাদের। আগামী শনিবার উরুগুয়ের মাঠ মন্টেভিডিওতে স্বাগতিকদের আতিথ্য নেবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ বুয়েনোস আইরেসে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলবে লা আলবিসেলেস্তেরা।
বিশ্বচ্যাম্পিয়নদের দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে অবস্থানটা বেশ ভালো। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটা। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ২০, তিনে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৮। দুই দলের সঙ্গে এবার ব্যবধানটা বাড়িয়ে নেওয়ার সুযোগ আর্জেন্টিনার। মেসিকে ছাড়া হুলিয়ান আলভারেজ, লাওতারো-এমিলিয়ানো মার্তিনেজরা তা পারবেন তো?
আর্জেন্টিনা স্কোয়াড—
গোলরক্ষক– এমিলিয়ানো মার্তিনেজ, গেরোনিমো রুইয়ি, ওয়ালতার বেনিতেজ।
ডিফেন্ডার— নাহুয়েল মলিনা, গনজালো মন্তিয়েল, হেরমান পেৎজেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফইথ, নিকলাস অতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকলাস তালিয়াফিকো।
মিডফিল্ডার— লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, রদ্রিগো দে পল, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস মাক আলিস্তার, মাক্সিমো পেরোনে, জুলিয়ানো সিমিওনে, বেনজামিন দমিঙ্গেজ, তিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড— নিকলাস গনজালেস, নিকো পাজ, ক্লদিও এচেভেরি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোররেয়া।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.