ভারতীয় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সামাজিক যোগাযোগমাধ্যমের বদৌলতে অভিনেত্রীর স্টাইলও ফলো করেন অনেক ভারতীয়। সম্প্রতি ভারতের ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর অরুণ সিং হানিয়ার ভ্লগিং স্টাইলের একটি প্যারোডি ভিডিও বানান। যা দেখে ব্যাপক মজা পেয়েছেন অভিনেত্রীও। ভিডিওটি তার এতটাই ভালো লাগে যে, সেই কনটেন্ট ক্রিয়েটরের পোস্টে মন্তব্যও করে বসেন। লিখেন, ‘এতটা সঠিক কেন?’
অরুণ তার স্কিটে হানিয়ার ইনস্টাগ্রাম রিলের ধরন নিখুঁতভাবে অনুকরণ করেছেন। এসব রিলে হানিয়া মূলত তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো নিয়ে মজা করেন। ২৮ বছর বয়সী এই অভিনেত্রীর টেনে কথা বলার ধরন থেকে শুরু করে অলসভাবে মেকওভার রুটিন ফলো করা—সবকিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অরুণ। তার এই অনুকরণ দেখে হানিয়া ও তার ভক্তরা মুগ্ধ হয়ে যান।
ভিডিওতে একের পর এক হাসির ইমোজি জমা হতে থাকে, আর সচেতন দর্শকরা পার্থক্য খুঁজে বের করে প্রশংসায় ভাসিয়ে দেন কনটেন্ট ক্রিয়েটরকে। একজন মজা করে লিখেছেন, ‘ভাই তো হানিয়ার সঙ্গে কোলাব করল, কিন্তু ভাবলেন আমরা ধরতে পারব না! আরেকজন মন্তব্য করেন, ‘ভাই নিজেই যেন হানিয়া হয়ে গেছেন!’
অরুণের এই স্কিটের পরদিনই হানিয়া আরেকটি নতুন ভ্লগ আপলোড করেন এবং মজা করে বলেন, তিনি এবার এই ধরনের ভিডিও তৈরি করা বন্ধ করবেন। তিনি লিখেছেন, ‘এবার যথেষ্ট হয়েছে!’
নতুন ভিডিওতে তিনি তার প্রতিদিনের জীবনযাত্রার অংশ—ফ্যাশনেবল পোশাক পরা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, এবং কিছু জীবনদর্শন শেয়ার করেছেন।
ভিডিওতে হানিয়া বলেন, ‘আজ একটা মজার ব্যাপার বুঝতে পারলাম। কয়েকদিন ধরে আমার মাথায় একটা বিষয় ঘুরছিল। আমি নিজেকে সবসময় অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম। আজ আমি চুপচাপ বাইরে বসলাম, এবং বুঝতে পারলাম, আমি আসলে এত চিন্তাভাবনা করছিলাম না।’
তিনি আরও যোগ করেন, ‘আসলে, যাই হোক না কেন, সবকিছু ধীরে ধীরে ভালো হয়ে যায়। সময়ের সঙ্গে সবকিছু ঠিক হয়ে যায়। আজ আমি শুধু বাইরে বসে নিজেকে সময় দিচ্ছিলাম, খেয়াল করলাম, আমার কানে কোনো গানও বাজছিল না। আমি নিজেকে সবকিছু থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছিলাম না। আমি কিছুই ভাবছিলাম না। আমি শুধু বসেছিলাম।
এই নিরবতাই তাকে স্ট্রেস কমাতে সাহায্য করেছে বলে জানান তিনি।
‘যে বিষয়টা নিয়ে আমি চিন্তিত ছিলাম, সেটা আর আমাকে তেমনভাবে প্রভাবিত করছে না। সবকিছু ভালো কারণেই ঘটে এবং সময়ই সবকিছুকে সারিয়ে তোলে। তাই নিজেকে সময় দিন, ধৈর্য ধরুন, এবং নিজেকে অনুভব করার সুযোগ দিন,’ তিনি বলেন।
‘আমি বুঝতে পারি, সময় লাগে। কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। নিজেকে সময় দিন, ধৈর্য ধরুন, প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবেন না। একদিন একদিন করে এগিয়ে যান!’—এমন বার্তাও দেন এ অভিনেত্রী।
‘দিল রুবা’ খ্যাত এ অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বইয়ের উদ্ধৃতি ও মানবতার সৌন্দর্য সম্পর্কে কথা বলেন।
ম্যাশেবল মিডল ইস্ট-এর এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সোশ্যাল মিডিয়ার দুই ধরনের অনুসারী রয়েছে—একদল যারা তার অভিনয়কে ভালোবাসে, আরেকদল যারা তার ব্যক্তিগত পোস্টের সঙ্গে সংযোগ অনুভব করে।
তিনি বলেন, ‘তারা আমাকে শুরু থেকে অনুসরণ করে আসছে। তারা আমাকে নিজেদের মতো করেই ভালোবাসে। আমি এটা উপভোগ করি!’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.