১৮ বছরের এক তরুণী বিয়ে করলেন ৭৮ বছর বয়সী এক বৃদ্ধকে। ৭৮ বছর বয়সী বৃদ্ধর নাম রাশেদ মঙ্গাকপ। ১৮ বছর বয়সী তরুণীর নাম হালিমা আব্দুল্লাহ। তারা দুজনই ফিলিপিন্সের বাসিন্দা। রাশেদ মঙ্গাকপ নামের ঐ ব্যক্তি আগে চাষাবাদ করতেন, এখন আর বিশেষ কিছুই করেন না।
তার দাবি, কনে হালিমা আব্দুল্লাহ যখন ১৫, তখনই তারা ‘প্রেমে’ পড়েন। এই বিয়ে সেই প্রণয়েরই স্বীকৃতি মাত্র।
রাশেদের ভাইপো জানান, হালিমার বাবা রাশেদের হয়ে কাজ করেন। তিন বছর আগে ফিলিপিন্সের কগায়ন প্রদেশে একটি নৈশভোজে হালিমাকে প্রথম বার দেখেন তিনি। তার দাবি, রাশেদ নয়, প্রথম প্রেমে পড়েন হালিমাই। অকৃতদার রাশেদ আগে কোনো দিন প্রেমে পড়েননি। কিন্তু হালিমাকে দেখে মন গলে যায় তারও। বিয়ের তিন বছর আগে থেকেই তারা মেলামেশা করেন।
রাশেদ ও হালিমার বয়সের পার্থক্য প্রায় ৬০ বছর হলেও বিয়েতে আপত্তি করেননি বর-কনে কোনো পক্ষই। এবছর আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুইজন। বিয়ের পর ফিলিপিন্সের কারমেন শহরে থাকছেন তারা। নবদম্পতি চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব যাতে নতুন সদস্য আসে বাড়িতে।
সূত্র: আনন্দবাজার/ টাইমস নাউ
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.