আগামী সপ্তাহে ঈদুল ফিতর। আজ অফিস-আদালতের কর্মব্যস্ততা শেষে ঈদের লম্বা ছুটি শুরু হচ্ছে। প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন লাখ লাখ মানুষ। নাড়ির টানে বাড়ির পানে ছুটছেন তারা। পথে পথে ঘরমুখো মানুষের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনে বাড়ছে যাত্রীদের চাপ।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও জনপথ এলাকায় গিয়ে এসব চিত্র দেখা গেছে।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় পটুয়াখালীগামী যাত্রী আরমান হোসেনের সঙ্গে। তিনি এ প্রতিবেদককে বলেন, “এ বছর ঈদের ছুটি বেশি থাকায় যাত্রীরা সময় নিযে বাড়ি যাচ্ছেন। আমি সরকারি চাকরি করি। বাড়িতে অনেক কাজ আছে। তাই, আগেই চলে যাচ্ছি।”
গণপরিবহনে ঈদ বোনাসের নামে টিকিট প্রতি ১০০ থেকে ২০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন আরমান হোসেন।
সায়েদাবাদ বাস টার্মিনালে গোল্ডেন লাইন পরিবহনের সহকারী ম্যানেজার তোয়াব খান রাইজিংবিডি ডটকমকে বলেন, ভোর থেকে যাত্রীদের চাপ মোটামুটি ভালো। আজ অফিস শেষে ঈদের ছুটি শুরু। দুপুর থেকে যাত্রীদের চাপ আরো বাড়বে।
তিনি বলেন, “আমরা অনলাইন ও অফলাইনে টিকিট বিক্রি করছি। গাড়ি কাউন্টারে পৌঁছানোর পরপরই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। রাস্তা বেশ ফাঁকা। তাই, যাত্রীদেরও ভোগান্তি কম এবার।”
চীন সফরে যাওয়ার আগে সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গণমাধ্যমকে বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সড়কের যেসব স্থানে সমস্যা ছিল, তা সংস্কার করা হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ বাসের রুট পারমিট বাতিল করা হবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.