মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এমন একটি প্রশ্ন বহুআগে উঠেছিল। সময়ের হিসেবে তাও বছর ছয় আগে। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার আগ থেকে যে প্রশ্ন ছিল, সেটি এখনও চলছে। শুক্রবার নতুন করে আবার সামনে এসেছে জিজ্ঞাসাটি, ধোনি কি তবে ফুরিয়ে গেছেন?
প্রশ্নটি ঘুরেফিরে আসারও যথেষ্ট কারণ আছে। একসময় যিনি ব্যাট করতেন ওপরের দিকে, এখন তিনি ক্রমশ নিচের দিকে নামছেন। অনেকটা এমন—প্রয়োজন না পড়লে ব্যাট করব না। তাতেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্ত-সমর্থকরা। ৪০ বছর পেরিয়ে সামনে হাঁটা ধোনি অবশ্য আইপিএল শুরুর আগেই জানিয়েছে, ফুরাইনি।
তিনি যে ফুরিয়ে যাননি তার প্রমাণ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে দিয়েছেন। দুর্দান্ত স্টাম্পিং করেছেন। ১৬ বলে করেছেন ৩০ রান। ম্যাচটি যদিও জেতাতে পারেননি।
কিন্তু ধোনির অবসর কেন আলোচনায়? কারণ হচ্ছে ব্যাটিং অর্ডার। গতকাল ধোনি নেমেছিলেন নয় নম্বরে। আগের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছিলেন আট নম্বরে। অর্থাৎ পুরোদস্তর টেল এন্ডার ব্যাটার বনে গেছেন ধোনি। অবশ্য এবারই নয় শুধু, গতবারও নিচের দিকে ব্যাট করেছিলেন ধোনি। কিন্তু কেন?
ভারতের অন্যতম সেরা অধিনায়কদের একজন জানিয়েছেন, নিজের চাপ কমানো এবং জুনিয়রদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। ধোনি বলেছেন, ‘গত বছর আমার হাঁটুতে সমস্যা ছিল। তাছাড়া ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের বিষয়টাও মাথায় ছিল। আমাদের দলে জাড্ডু (জাদেজা) দলে ঢোকার দাবিদার ছিল। শিবম দুবে দলে ঢোকার দাবিদার ছিল। সুতরাং, নিশ্চিতভাবেই ওদেরকে একটা সুযোগ দিতে চাইবেন। আমি তো দাবিদার ছিলাম না, তাই জায়গা আটকাতে চাইনি।’
ধোনি জানিয়েছেন, এতে তারও চাপ কমে আসছে। এবার ৪ কোটি রুপিতে ধোনিকে দলে রেখেছে চেন্নাই সুপার কিংস। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি শুরুর মাসখানেক আগে ধোনি বলেছিলেন, ‘এখনও খেলাটা উপভোগ করছি। হয়ত আরও কয়েকবছর করব। শেষ অবধি ক্রিকেটটা উপভোগ করতে চাই।’ ধোনি খেলাটি উপভোগ করছেন, রানও করছেন। গুরুত্বপূর্ণ সময়ে সিদ্ধান্ত নিচ্ছেন। একই সঙ্গে তিনি যে বুড়িয়ে বা ফুরিয়ে যাননি, তার প্রমাণও দিয়েছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.