বৃহৎ মুসলিম দেশে ঈদের চাঁদ দেখা নিয়ে যা জানা গেল

বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া’য় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ।

ইন্দোনেশিয়া সংবাদমাধ্যম অন্তরা নিউজ ধর্ম মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটিতে আজ রবিবার ছিল রমজানের ২৯তম দিন। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা করবেন।

উল্লেখ্য, সৌদি আরব ও মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে গত ১ মার্চ থেকে ইন্দোনেশিয়ায় শুরু হয়েছিল রমজান মাস।