পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও পর্যালোচনার বিষয়ে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
রোববার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এই সভায় সভাপতিত্ব করবেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে রমজান মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপিত হয়। অন্যথায় ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদযাপিত হয়।
আজ দেশে ২৯ তম রমজান পালিত হচ্ছে। সেই হিসেবে সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। কোথাও চাঁদ দেখা না গেলে সোমবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে আগামী মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদযাপন হবে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.