দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায়ও জনপ্রিয়তা পেয়েছেন নন্দিত অভিনেতা মোশাররফ করিম। বাংলা নববর্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘বিলডাকিনি’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র। সিনেমাটির নির্মাতা ফজলুল কবীর তুহিন মুক্তির তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৭ জানুয়ারি সেন্সর ছাড়পত্র পায়া সিনেমাটি। এরপর বেশ কয়েকবার মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা জটিলতায় মুক্তি দেওয়া হয়নি। মুক্তি প্রসঙ্গে নির্মাতা ফজলুল কবীর তুহিন বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গত জানুয়ারিতে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে ‘বিলডাকিনি’ নিয়ে আসতে চাই।”
‘বিলডাকিনি’ সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন মানিক মাঝি চরিত্রে। গল্পে একজন বাউলের সন্তান তিনি। অন্যদিকে পার্নোর চরিত্রের নাম হনুফা। গ্রামীণ নারী হনুফার গল্পেই আবর্তিত হয় ‘বিলডাকিনি’ চলচ্চিত্রের কাহিনি।
২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘বিলডাকিনি’। ‘বিলডাকিনি’র অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাহাজাহান সম্রাট, লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, রশীদ হারুন, হাবিব মাসুদ, আইনুন নাহার পুতুল, ইউসুফ হাসান অর্ক, মাহবুবুর রহমান, তিথি, মেহেদী হাসান সোমেন প্রমুখ।
কথাসাহিত্যিক নুরুদ্দিন জাহাঙ্গীরের ব্যতিক্রমধর্মী কাহিনি অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। সিনেমার শুটিং হয়েছে নওগাঁর পতিসর, নাটোর এবং বাংলাদেশ কেন্দ্রীয় কারাগারে।