ভারতীয় বাংলা সিনেমার নায়ক জিৎ। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। যশ-খ্যাতি দুটোই কুড়িয়েছেন। একবার প্রত্যন্ত গ্রামে শো করতে গিয়ে ভীষণ বিপদে পড়েছিলেন তিনি। সেদিন অভিনয়ের খ্যাতিটুকুই বিপদ থেকে তাকে বাঁচিয়েছিল।
ঘটনার বর্ণনা দিয়ে জিৎ জানান, গ্রামে শো করতে গিয়েছিলেন জিৎ। প্রত্যন্ত গ্রাম। শো শেষ হয় অনেক রাতে। ফেরার পথে সফরসঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন। মূলত, পোশাক পরিবর্তনের জন্য তারা দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখেন ধেয়ে আসছে একদল লোক। ১৫-১৬ জন মতো হবে। সবার হাতে ধারালো অস্ত্র, ইট। জিতের গাড়ি ঘিরে ধরে তারা। ভয়ে যেন আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা সবার।
পরের ঘটনা বর্ণনা করে জিৎ বলেন, “গাড়ির ভেতরে বসে শুনতে পাচ্ছিলাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল লোকগুলো। আমাদের খুবই ভয় করছিল। তারপরই আমার মাথায় বুদ্ধি খেলে যায়। গাড়ির গ্লাস নামিয়ে নিজের মুখটা দেখাই। ভেবেছিলাম, আমাকে চিনতে পারলে হয়তো ছেড়ে দেবে।”
হামলাকারীদের লিডার প্রথমে বিশ্বাস করতে চাইছিল না গাড়িতে জিৎ আছেন। কিন্তু জিৎ যখন মাথা বের করেন তারপরই সে ছুটে আসে। জিৎ বলেন, “আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি। যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল, খারাপ কথা বলছিল, আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল। স্ত্রীকে ‘পুষ্পার মা’ বলে ডাকতে শুরু করল।”
এ ঘটনা অভিনয় পেশার প্রতি জিতের শ্রদ্ধা বেড়ে যায়। জিৎ বলেন, “আমি বুঝতে পারি, এই পেশার মাহাত্ম্য ঠিক কতখানি। একশো কোটি টাকার মালিক হলেও, যদি পরিচিতি না থাকে, লুটে যেতে সময় লাগবে না। ওই ঘটনার পর অভিনয় পেশার কাছে আমি কৃতজ্ঞ।”
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.