ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমা। মুক্তির পর থেকে হইচই পড়ে গেছে চারদিকে। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হলো মেহেদী হাসান হৃদয়ের।
সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী, নির্মাতারাও সিনেমাটি দেখে প্রশংসা করছেন। বক্স অফিসেও ভালো করছে এটি। এরই মধ্যে সিনেমাটির বাজেট, শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন নির্মাতা হৃদয়।
২০১২ সাল থেকে টিভি নাটকে কাজ করছেন মেহেদী হাসান হৃদয়। ‘বরবাদ’ তার প্রথম সিনেমা। আর অভিষেকেই ধামাকা দেখালেন। এই সাফল্যে কেমন অনুভব করছেন?
এ প্রশ্নের জবাবে মেহেদী হাসান হৃদয় বলেন, “অনেক ভালো লাগতেছে। এই ভালো লাগাটা ঠিক বলে বোঝানো যাবে না। নির্মাতা, প্রযোজক, আর্টিস্ট অর্থাৎ সিনেমার সঙ্গে জড়িত সকলের চাওয়া থাকে সিনেমাটি সবাই দেখুক। সুতরাং ওই জায়গায় আমরা পেরেছি।”
রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হয়েছে ‘বরবাদ’ সিনেমা। এটি নির্মাণে ঠিক কত টাকা ব্যয় হয়েছে? এ প্রশ্ন রাখতেই হৃদয় বলেন, “প্রযোজককে এ প্রশ্ন করলে ভালো হতো। আমি একদম সঠিকভাবে বলতে পারব না, এত টাকাই খরচ হয়েছে। তবে ১৫-১৬ কোটি টাকা তো হবেই।”
দেশে প্রেক্ষাগৃহের সংখ্যা কমে গেছে। সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে এখন পর্যন্ত ১২৩টি প্রেক্ষাগৃহে চলছে ‘বরবাদ’ সিনেমা। এত টাকা কি উঠানো সম্ভব? উত্তরে হৃদয় বলেন, “আমি মনে করি, সম্ভব। মানুষ যেভাবে সিনেমাটি দেখতেছেন, তাতে টাকা উঠে যাবে। এরকম ভালো না চললে টাকাটা উঠতো না।”
‘বরবাদ’ সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন মেগাস্টার শাকিব খান? প্রশ্নটি শুনে খানিকটা চুপ হয়ে যান নির্মাতা। তারপর হৃদয় বলেন, “খুব সম্ভবত ১ কোটি ২০ লাখ টাকা।”
‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। এছাড়াও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.