সাতক্ষীরা সদর উপজেলার পার মাসখুলা গ্রামে ভুল চিকিৎসায় একটি ফ্রিজিয়ান জাতের গরু মারা গেছে। গরুটির বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে পার মাসখুলা গ্রামের আম্বিয়া খাতুনের বাড়িতে। গরুটির মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন আম্বিয়া খাতুন।
গরুর মালিক আম্বিয়া খাতুনের অভিযোগ, গত রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে গ্রামের এক স্বঘোষিত আই-টেকনিশিয়ান ও গ্রাম্য চিকিৎসক মফিজুল ইসলাম গরুটিকে চিকিৎসা দেন। চিকিৎসার নামে তিনি ভুল ইনজেকশন ও ওষুধ প্রয়োগ করেন। এর ফলে কিছুক্ষণের মধ্যেই গরুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরদিন ভোরে সেটি মারা যায়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের অপচিকিৎসা বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল সাকিব বলেন, আমরা ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছি। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.