আওয়ামী লীগের টিকিটে এমপি হওয়া মো. জাফর আলম গ্রেপ্তার হয়েছেন। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য।
রোববার (২৭ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার হওয়া মো. জাফর আলম চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ২০১৮ সালে নৌকা প্রতীকে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকেই তিনি নানা বিতর্কের জন্ম দেন। এসব কারণে ২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন দৌড়ে পিছিয়ে পড়েন।
পরে অবশ্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। কিন্তু পরাজিত হন।
এর আগে, মো. জাফর আলম ২০০৫ সালে চকরিয়া পৌরসভার মেয়র নির্বাচিত হন। ২০১৪ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
২০২৩ সালের ১৯ ডিসেম্বর তার একটি বক্তব্য বেশ ভাইরাল হয়। জাফর আলম দলের প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আমি একবার মনোনয়ন পেয়েছি। কিন্তু আমি শতবার মৃত্যুর মুখে আপনার জন্য গিয়েছি। আমি আপনার জন্য আমার জীবনে সবকিছু উজাড় করে দিয়েছি। আমি কক্সবাজারে এক মিটিংয়ে ১ কোটি ২৫ লাখ টাকা খরচ করেছি। আপনাদেরকে থ্রি স্টার হোটেলে রেখেছি। মাতার বাড়িতে ৪০ হাজার মানুষকে একদিনের খাবার দিয়ে এক হাজার ট্রাক গাড়ি দিয়ে আমি জনসভাকে সফল করেছি। তিনি (শেখ হাসিনা) একদিন বলতেন ‘আমার জাফর’। কেন জানি না, কোন কালো ইশারায় আমি আপনার পর হয়ে গেলাম।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.