আলোচিত ইউটিউবার গ্রেফতার

সোশ্যাল মিডিয়ায় ‘আরত্তান্নান’ নামে পরিচিত কেরালার আলোচিত ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার সন্তোষ ভার্কেকে গ্রেপ্তার করেছে কোচি সিটি পুলিশ। সদ্য মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নিয়ে অতিরঞ্জিত মন্তব্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছে তাকে।

সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, এর্নাকুলাম টাউন নর্থ পুলিশ হেফাজতে নিয়েছে ইউটিউবার সন্তোষকে। প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় একজন অভিনেত্রীকে নিয়ে যৌন আপত্তিকর মন্তব্য করেছিলেন এ ইউটিউবার। এ কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য অভিযোগ তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্য একটি প্রতিবেদন থেকে জানা গেছে, অ্যাসোসিয়েশন অব মালয়ালাম মুভি আর্টিস্টস (এএমএমএ) থেকে একজন অ্যাডহক কমিটির সদস্যের অভিযোগের ভিত্তিতে ইউটিউবার সন্তোষের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা গেছে, গত ২০ এপ্রিল ফেসবুকে অশ্লীল পোস্টটি করেছিলেন তিনি। এ কারণে ৭৫(১)(IV) ধারায় যৌন উত্তেজক মন্তব্যের অভিযোগ আনা হয়, যা যৌন হয়রানির অপরাধ এবং তথ্য-প্রযুক্তি আইনের ৬৭ ধারায় ইলেকট্রনিক আকারে অশ্লীল বিষয় প্রকাশ বা প্রেরণের অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, সন্তোষ ভার্কে মূলত সিনেমা মুক্তির প্রথম দিনই তা নিয়ে মন্তব্য করার জন্য দর্শকমহলে পরিচিত। এর আগেও কয়েকবার সিনেমা সংক্রান্ত ব্যাপারে আপত্তিকর মন্তব্য করার জন্য সংশ্লিষ্টদের সঙ্গে জটিলতায় পড়েছিলেন তিনি।