জুলাই মাসে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটেনি। শহীদ আকাশ বেপারির স্ত্রী লাকি বেগমের জীবন এখন চরম অসহায়তায় কাটছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি রাস্তায় দাঁড়িয়ে সাহায্য চাইছেন।
স্থানীয়দের ভাষ্যমতে, আকাশ বেপারির শহীদ হওয়ার পর থেকে তার পরিবারের প্রতি তেমন কেউ খেয়াল রাখেনি। সরকারের পক্ষ থেকেও কোনো টেকসই সহায়তা না পাওয়ায় লাকির মতো একজন শহীদ-পত্নী আজ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে বাধ্য হয়েছেন।
ভিডিওটি ইতোমধ্যে লাখো মানুষের মনে নাড়া দিয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন— “একজন শহীদের পরিবারের এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয়।”
সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও দানশীল ব্যক্তিরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
ভিডিওটি দেখুন :