দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। সিদ্দিক হিসেবেই ভক্তদের কাছে বেশি পরিচিত। এই অভিনেতা ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন। বছর পেরোতেই পুত্রসন্তানের বাবা-মা এই দম্পতি। এরপর ২০১৯ সালের অক্টোবরে হটাৎ সিদ্দিকুরের সঙ্গে মারিয়া মিমের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একমাত্র সন্তান আরশ রহমান আদালতের নির্দেশে মা-বাবা দুজনের কাছে থাকছেন।
শুক্রবার (৭ অক্টোবর) বিডি২৪লাইভের একান্ত সাক্ষাৎতকারে নিজের ক্যারিয়ার, বিয়ে, বিচ্ছেদ, সন্তান এসব নিয়ে খোলামেলা আলাপ করেন সিদ্দিকুর রহমান। এ সময় নিজের বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আমার জীবনে যা ঘটেছে, এটা হওয়ার ছিলো না। আমি চাইলেই বিয়ে করতে পারি কিন্তু করছি না, আমার একমাত্র সন্তান আরশ রহমানের জন্য। তিনি আক্ষেপের সুরে বলেন, নিজের সুখের জন্য একটা বিয়ে করেছিলাম সেটা দুর্ভাগ্যবসত টিকে নাই।’
অভিনেতা বলেন, ‘একটা বিচ্ছেদের পিছনে অনেকগুলো কারণ থাকে। আমি মনে করি যে, আমার বিচ্ছেদের কারণ যদি ১০ টি থাকে, তাহলে তার মধ্যে দুই একটা ভুল আমারও আছে, থাকবে এটা স্বাভাবিক। আমি সেই ভুলগুলো খুজে বের করার চেষ্টা করছি। কারণ আমি চাইনা পরবর্তীতে আমি যার সাথে সংসারে আবদ্ধ হবো, সে আমার এই সমস্যাগুলো ফেস করুক।’
কতদিন নাগাদ বিয়ে করছেন বিডি২৪লাইভের এমন প্রশ্নের উত্তরে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার পর, মায়ের ভালোবাসায় পথ চলেছি। বাবাকে অনেক মিস করেছি। বাব-মা না থাকা, তাদের আদর থেকে বঞ্চিত হওয়া কতটা কষ্টের তখন আমি সেটা অনুভব করেছি।’ অভিনেতা বলেন, ‘কিছু লিগ্যাল সমস্যা আছে, সেগুলো অতিক্রম করে আমার ছেলেকে যেদিন কাছে পাবো সেদিন তার সিদ্ধান্ত পেলে নতুন জীবন শুরু করবো। আমি চাইনা আমার বাচ্চা মা-বাবার আদর থেকে বঞ্চিত হোক।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.