ফের তর্কে জড়ালেন দক্ষিণী চলচ্চিত্রের খল অভিনেতা বিনায়কন। সম্প্রতি কেরালার একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য অভিনেতাকে গ্রেপ্তার করেছে কেরালা থানার পুলিশ। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর থানা থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মে থেকে একটি সিনেমার শুটিংয়ের জন্য কেরালার ওই হোটেলে অবস্থান করছিলেন। বৃহস্পতিবার (৮ মে) হোটেল থেকে বের হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখনই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
পুলিশ এসে তাকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায়, তারপর থানায় নিয়ে যায়। কেরালা থানার পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অভিনেতা বিনায়কন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশসহ সবার সঙ্গে চেঁচামেচি করছিলেন।
সিসি টিভির ফুটেজে দেখা গেছে, অভিনেতাকে থানায় নেওয়া হলে সেখানেও পুলিশ সদস্যদের সঙ্গে বিবাদে জড়ান। কেরালা পুলিশ অ্যাক্টের ১১৮(এ) ধারায় অভিনেতার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়। পরে অবশ্য বিনায়কনের এক সহযোগী জিম্মাদার হওয়ায় অভিনেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মালায়ালাম-তামিল অভিনেতা বিনায়কন। এর আগেও মদ্যপ অবস্থায় হইচই করার অপরাধে হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই অভিনেতাকে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.