যত সমস্যা তৈরির মূলে রয়েছে রোম্যান্টিক ড্রামা ফিল্ম ‘ইট এন্ডস উইথ আস’। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালে। জাস্টিন বাল্ডোনি পরিচালক হয়ে নিজের বিপরীতে অভিনয়ের জন্য কাস্ট করেছিলেন ‘গসিপ গার্ল’খ্যাত তারকা অভিনেত্রী ব্লেইক লাইভলিকে।
মাত্র ২৫ মিলিয়ন মার্কিন ডলার বাজেটের সিনেমাটি আয় করেছিল সাড়ে তিনশ মিলিয়নেরও বেশি ডলার। সবই ঠিকঠাক ছিল। কিন্তু গোল বাধে সিনেমাটি মুক্তির প্রায় চার মাস পর। সেই বছরের ডিসেম্বরে সংশ্লিষ্ট সিনেমার পরিচালকসহ কয়েকজন অভিনেতার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার সিভিল রাইটস ডিপার্টমেন্টে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেন ব্লেইক।
এর মাসখানেক পর, চলতি বছরের জানুয়ারিতে লাইভলি ও তার স্বামী রেনল্ডসের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের মানহানির মামলা করেন বাল্ডোনি। এবার এ মামলায়ই জড়ানো হলো পাশ্চাত্যসংগীতের হার্টথ্রব টেলর সুইফ্টকে।
তার বিরুদ্ধে অভিযোগ ‘ইট এন্ডস উইথ আস’ সিনেমায় ব্লেইকের করা চরিত্রটিকে পরিবর্তন করতে পরিচালক বাল্ডোনিকে উসকানি দিয়েছিলেন। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি টেলর সুইফ্টের নামে সমন পাঠানো হয়েছে। তিনি লাইভলি-বাল্ডোনির আদালতের সমনের সমালোচনা করেছেন।
তার প্রতিনিধিরা বিবিসিকে বলেছেন, ‘ট্যাবলয়েড ক্লিকবেইড’ তৈরির জন্য জাস্টিন বাল্ডোনি ও ব্লেইক লাইভলির মধ্যকার আইনি বিরোধে তাকে জড়ানো হয়েছে। আগামী বছরের মার্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
বাল্ডোনি বলেছেন, ২০২৩ সালে স্ক্রিপ্ট পরিবর্তন নিয়ে আলোচনা করার জন্য তাকে লাইভলির নিউইয়র্কের বাড়িতে আমন্ত্রণ জানান হয়েছিল- যেখানে লাইভলির স্বামী অভিনেতা ও প্রযোজক রায়ান রেনল্ডস এবং টেলর সুইফ্ট উপস্থিত ছিলেন।
সুইফটের প্রতিনিধিরা বলেছেন, ‘তিনি (টেলর সুইফট) কখনো কাস্টিং কিংবা সৃজনশীল সিদ্ধান্তে জড়িত ছিলেন না।’ বালডোনির মতে, ২০২৩ সালে দৃশ্যটির পুনর্লিখন নিয়ে উত্তেজনা ছিল, যেখানে তিনি রেনল্ডস এবং সুইফটকে উপস্থিত দেখে অবাক হয়েছিলেন।
এ ছাড়াও অভিযোগ করা হয়েছে, সুইফট ইসাবেলা ফেরারের সঙ্গে তখন সম্পৃক্ত ছিলেন- যখন সিনেমাটির শুটিং চলছিল। ইসাবেলা লাইভলির করা চরিত্র লিলি ব্লুম-এর তরুণ বয়সের চরিত্রে অভিনয় করেছেন। ইট এন্ডস উইথ আস-এর নিউইয়র্ক প্রিমিয়ারে বক্তব্য দিতে গিয়ে ফেরার বলেছেন, ‘টেলর সুইফট তার অডিশনের একটি সহায়ক অংশ ছিলেন।’
কিন্তু সুইফটের প্রতিনিধিরা বলেছেন, সিনেমায় তার একমাত্র সম্পৃক্ততা ছিল তার গান ‘মাই টিয়ার্স রিকোচেট’ ব্যবহারের অনুমতি দেওয়া। এ কাজ তো আরও ১৯ জন শিল্পীও করেছেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.