বহুল আলোচিত-সমালোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। শোবিজ জগতের চাকচিক্য জীবন ছেড়ে এবার হাঁটছেন শান্তির পথে। বহুদিন ধরেই নিজেকে এনেছেন ইসলামের ছায়াতলে। সম্প্রতি (রোববার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্ট দিয়ে নিজের সেই পরিবর্তনের কথাই জানালেন লুবাবা।
পোস্টে লুবাবা লিখেছেন, আমার এই পরিবর্তন এক বছরের মতো। আমি অনেক ভিডিওতে বলেছি, ‘দিস চেইঞ্জ জাস্ট ফর আল্লাহ’, লোক দেখানো না। আমি যেই ব্রান্ডগুলোর সঙ্গে কাজ করি তারা জানেন, যদি কখনো কাজের মাঝে নামাজের সময় হয়, আমি আগে নামাজ শেষ করি, তারপর কাজ করি।
তার কথায়, যেই ব্রান্ডগুলো আমাকে এই লুকে নিয়ে কাজ করতে রাজি হয়, আমি জাস্ট ওইসব ব্রান্ডের হয়েই কাজ করছি। আর আমি নিজেকে সামনে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করবো। যদি এটা নাও পারি, আমি এই মিডিয়া থেকেও একদিন লিফট নেব। আমি চাই না আমার থেকে কেউ খারাপ শিক্ষা নিক।
অভিযোগ তুলে ১৪ বছরের এই তারকা আরও লিখেছেন, ‘আমি অনেক ছোট্ট একটি মেয়ে। এই আলো ঝলমলে লাইফ থেকে আজ আমি নিজেকে অনেক চেইঞ্জ করেছি। কিন্তু গুটি কয়েক মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা মন চায় আমাকে নিয়ে মিথ্যা বলে বেড়ায়। আমি সবসময় ইগনোর করে যাই। মাঝে মধ্যে বাধ্য হই কিছু লিখতে।’
বিনয়ী লুবাবার ভাষায়, তাও আমার ভুল হলে আমাকে মাফ করবেন। আর আমাকে প্লিজ আমার মতো হয়ে চলতে দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার লাইফ নিয়ে ভালো আছি।
পোস্টের শেষদিকে বলেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আপনাকেও, আমাকেও, আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’
সিমরিন লুবাবা মূলত প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় খুব ছোট বয়সেই শোবিজে পা রাখে ছোট্ট লুবাবা। সেই থেকে শিশুশিল্পী হিসেবে তার ব্যাপক পরিচিতি। নিয়মিতই কাজ করে যাচ্ছে বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়।