রাজধানীর ডেমরা থানায় নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার নাসিম উদ্দিন।
কীভাবে শুরু হয় ঘটনা?
ডেমরা থানায় দায়ের করা মামলার ভিত্তিতে জানা যায়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নারীর সঙ্গে পরিচয় হয় নোবেলের। মাঝে মাঝে তাদের মধ্যে মুঠোফোনে কথা হতো। এরপর ২০২৩ সালের ১২ নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে তারা সাক্ষাৎ করেন। তখন নোবেল তার ডেমরার বাসায় স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান।
আটকে রেখে ধর্ষণের অভিযোগ
বাসায় নেওয়ার পর নোবেল ও আরও ২/৩ জনের সহায়তায় তাকে আটক রাখা হয়। অভিযোগে বলা হয়, নেশাগ্রস্ত অবস্থায় নোবেল তার মোবাইল ফোন ভেঙে ফেলেন, মারধর করেন এবং ধর্ষণ করে ভিডিও ধারণ করেন। পরে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে দীর্ঘ সাত মাস, ১৯ মে ২০২৫ পর্যন্ত, তার বাসায় আটক রাখা হয়।
৯৯৯-এ কল দিয়ে উদ্ধার
ঘটনার একটি অংশের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগীর পরিবার ভিডিও দেখে তাকে চিনতে পারেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে সোমবার রাত সাড়ে ৯টার দিকে ডেমরা থানা পুলিশ তাকে উদ্ধার করে।
মামলা ও তদন্তের অগ্রগতি
ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে নারী নির্যাতন ও ধর্ষণের একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় নোবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।
আগেও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল
এটি প্রথমবার নয়। ২০২৩ সালেও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। একটি অনুষ্ঠানে যাওয়ার কথা বলে অগ্রিম অর্থ নিয়েও উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছিল।
জনপ্রিয়তা ও বিতর্ক একসাথে
নোবেল প্রথম আলোচনায় আসেন ভারতের জি বাংলা টেলিভিশনের গানের রিয়ালিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে। তার কণ্ঠ দর্শকদের মনে জায়গা করে নেয় এবং তার কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
তবে ব্যক্তিগত জীবন ও আচরণ নিয়ে প্রায় সময়ই সমালোচনার মুখে পড়েছেন। ২০২৩ সালে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে গান গাওয়ার সময় উচ্ছৃঙ্খল আচরণ করায় দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। সেই ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.