বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা চরিত্রের প্রয়োজনে ৯ কেজি ওজন বাড়িয়েছেন। এ অভিনেত্রীকে এবার দেখা যাবে যাত্রাপালার নায়িকা হিসাবে। সিনেমার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস।’ এটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এর মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এ সিনেমায় প্রিন্সেসের চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে ভাবনাকে।
চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার শুটিং করেছেন ভাবনারা। ভাবনা ছাড়াও এ সিনেমার বেশিরভাগ পাত্রপাত্রীই ছিলেন যাত্রার শিল্পীরা।
এ সিনেমার জন্যই ৯ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী। এ জন্য শুরুতে বেশ বেকায়দায় পড়েছিলেন ভাবনা। অভিনেত্রী বলেন, চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয় ওজন বাড়ানোর দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র ফুটবে হবে না। তিনি বলেন, আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি।
এর আগে নির্মাতা আসিফ ইকবাল ‘নির্বাণ’ নামের একটি ছবি বানিয়ে পরিচিতি পান। সেই সিনেমাটি ৪৬তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি অ্যাওয়ার্ড পায়।
নতুন সিনেমাটির বিষয়ে আসিফ বলেন, শৈশব থেকেই তার যাত্রার সঙ্গে পরিচয়। একসময় নিয়মিত গ্রামে যাত্রা দেখতেন তিনি। সেই থেকে ঝলমলে আলো, যাত্রার আয়োজন, সংগীত ও সাজসজ্জা গভীরভাবে তার মধ্যে ছায়া ফেলে। সেই চিন্তা থেকেই যাত্রা নিয়ে গল্প বলার অপেক্ষায় ছিলেন। এ বছর সেই সুযোগ পেয়েছেন তিনি।
আসিফ আরও বলেন, এখন মানুষ আর যাত্রাপালা দেখতে আসে না, এটি বুঝলাম। ২০১৮ সালে আবার যাত্রা দেখার সুযোগ হয়। পালাটি ছিল নবাব সিরাজউদ্দৌলা। শৈশবে এই যাত্রা আমি দেখেছিলাম। সেই দিনগুলোতে যেন আবার ফিরে গেলাম। সে এক অন্য রকম অনুভূতি। একসময় বুঝতে পারি, যাত্রার চিত্র বদলে গেছে। এখন দর্শক দেখতে চায় অন্যকিছু, অন্য নাচ। সেই নাচের জন্যই মঞ্চে ওঠে প্রিন্সেস।
তিনি বলেন, আমি উঠে আসি, কিন্তু গল্প মাথায় থাকে। সেদিনই মনে হয়েছিল, সেই যাত্রাটা কীভাবে বিলীন হয়ে গেছে। কীভাবে টিকে থাকার লড়াই করছে। সেই বিষয়টি নিয়েই আমার এ সিনেমা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.