গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন শোবিজে ক্যারিয়ার শুরু করেছিলেন ধীরগতিতে। সাধারণত নাটকেই অভিনয় করে যাচ্ছিলেন। পরে সিনেমায় অভিনয় করে ব্যাপকভাবে আলোচনায় আসেন। এরপরে কেবল অভিনয়ে নয় রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও সরব থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তার চাওয়া কী, সে বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
ফেসবুকে আজমেরী হক বাঁধন লিখেছেন, ‘‘আসন্ন জাতীয় নির্বাচনে আমি একই রাজনৈতিক কৌশল দেখতে চাই না। ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের সময়কার দুর্নীতি এবং কারচুপির সাক্ষী আমি। বিগত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম, তখন আমি সরাসরি দেখেছি কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দেখেছি ক্ষমতাসীন দল কীভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করেছিল। আসলে তা ছিল অনৈতিক এবং অন্যায্য।’’
আজমেরী হক বাঁধন আরও লিখেছেন, ‘‘বিগত নির্বাচন জনসাধারণের আস্থাকে ক্ষুন্ন করেছে, গণতন্ত্রকে দুর্বল করেছে এবং আমাদের ভবিষ্যতের উপর স্থায়ী প্রভাব ফেলেছে।’’
বাঁধন আশা ব্যক্ত করেছেন, এই সরকার একটি ভিন্ন পথ বেছে নেবেন। যেখানে থাকবে নিরপেক্ষতা, স্বচ্ছতা। বাঁধন মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কেবল একটি দাবি নয়- এটি জনগণের জন্য এই সরকারের পক্ষ থেকে সবচেয়ে শক্তিশালী এবং অর্থবহ উপহার হতে পারে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.