সম্প্রতি, ‘ব্রেকিং – গ্রেফতার বি এন পি সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস বিস্তারিত নিউজ কমেন্ট>>’ শীর্ষক ক্যাপশনে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টচেক রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য। বিস্তারিত পড়ুন :

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেফতার হননি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ফেসবুকের উক্ত দাবির কতিপয় পোস্টে একটি ব্লগপোস্টের লিংক সূত্র হিসেবে দেওয়া হয়েছে। রিউমর স্ক্যানারের বিশ্লেষণে ‘news6angla.site’ নামের ব্লগস্পটের বিনামূল্যের ডোমেইনের এই সাইটটি একটি ভূঁইফোড় সাইট বলে প্রতীয়মান হয়। উক্ত ‘news6angla.site’ নামের এই ব্লগস্পটের সাইটে “গ্রেফতার সাবেক সংসদ সদস্য মির্জা আব্বাস” শীর্ষক কথিত দাবির বিষয়ে একটি সংবাদ গত ৩১ মে ২০২৫ তারিখে প্রকাশ করা হয়েছে।
কথিত এই সংবাদে দাবি করা হয়, রাজধানীর একটি অভিজাত এলাকা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর মোহাম্মদ আব্বাস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ মে (শুক্রবার) গভীর রাতে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি একটি উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আব্বাসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার বাসা থেকে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে। এ বিষয়ে ডিবির যুগ্ম কমিশনার বরাতে বলা হয়, তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই প্রকাশ করা যাচ্ছে না। এদিকে আব্বাসের গ্রেফতারের ঘটনায় বিএনপি নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছে। দলটির মহাসচিবের বরাতে বলা হয়, সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আমাদের নেতাদের গ্রেফতার করছে।
মির্জা আব্বাসের মতো ব্যক্তি গ্রেফতার হলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হওয়ার কথা। তবে, দেশের কোনো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার হতে দেখা যায়নি। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিশ্বস্ত সূত্রেও উক্ত দাবির সত্যতা মেলেনি। বরং, ৩১ মে (শনিবার) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে যাত্রাবাড়ী থানা বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস।
উল্লেখ্য, ফ্রি ডোমেইনের ব্লগসাইট ব্যবহার করে অপতথ্য ছড়ানোর এই পদ্ধতি গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যবহার হয়ে আসছে। সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে বেরিয়ে এসেছে এসব সাইটের পেছনে কারা আছেন, কারাই বা এসব সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এবং কাদের এসব অপতথ্যের শিকার বানানো হচ্ছে। পড়ুন এখানে।
সুতরাং, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গ্রেফতার হয়েছেন শীর্ষক তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Jugantor – নির্বাচন নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: মির্জা আব্বাস
- Rumor Scanner’s analysis
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.