চিত্র দেখা গেছে—কিছু ব্যাংক লাভ করেছে, আবার কিছু ব্যাংক পড়েছে লোকসানে। ‘প্রথম আলো’র তথ্যমতে, ২২টি ব্যাংকের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, এর মধ্যে ১৩টি ব্যাংক মুনাফা করেছে, ৭টি ব্যাংক লোকসানের মুখে পড়েছে এবং ২টি ব্যাংক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
যেসব ব্যাংকের মুনাফা বেড়েছে:
১৩টি ব্যাংক ২০২৪ সালে উল্লেখযোগ্য হারে মুনাফা করেছে। এগুলো হলো:
-
ব্র্যাক ব্যাংক – ৬০৪ কোটি টাকা মুনাফা
-
সিটি ব্যাংক – ৩৭৬ কোটি
-
প্রাইম ব্যাংক – ২৬১ কোটি
-
ইস্টার্ন ব্যাংক – ১৩৯ কোটি
-
পুবালী ব্যাংক – ৮২ কোটি
-
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক – ৫২ কোটি
-
যমুনা ব্যাংক – ৪২ কোটি
-
ব্যাংক এশিয়া – ৪১ কোটি
-
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক – ৩১ কোটি
-
মধুমতি ব্যাংক – ১৬ কোটি
-
এনসিসি ব্যাংক – ৩ কোটি টাকা
যেসব ব্যাংক লোকসানের মধ্যে পড়েছে:
৭টি ব্যাংক উল্লেখযোগ্য লোকসান করেছে:
-
ডাচ-বাংলা ব্যাংক – ৩২৯ কোটি টাকা লোকসান
-
ন্যাশনাল ব্যাংক – ২০৯ কোটি
-
শাহজালাল ইসলামী ব্যাংক – ১৮৯ কোটি
-
ট্রাস্ট ব্যাংক – ৫৪ কোটি
-
আইসিবি ইসলামী ব্যাংক – ৩৮ কোটি
-
মিডল্যান্ড ব্যাংক – ৩২ কোটি
-
মেঘনা ব্যাংক – ২২ কোটি টাকা
ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাসেম জানিয়েছেন, পরিচালন মুনাফা ভালো থাকলেও ভবিষ্যতের ঝুঁকি মোকাবিলায় অতিরিক্ত নিরাপত্তা সঞ্চিতি রাখার কারণে নিট মুনাফা কমেছে। এটি ব্যাংকের ভিত্তি শক্তিশালী করার একটি কৌশল।
ব্যাংক বন্ধ হয়ে যাবে কি?
সোশ্যাল মিডিয়া ও ইউটিউবে প্রশ্ন উঠছে, এসব লোকসানী ব্যাংক বন্ধ হয়ে যাবে কি না। তবে বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত কোনো ব্যাংক বন্ধের ঘোষণা দেয়নি। বরং দুর্বল ব্যাংকগুলোকে পুনরুজ্জীবিত করতে নিচ্ছে বিভিন্ন পদক্ষেপ—যেমন, নতুন পরিচালনা পর্ষদ গঠন ও আর্থিক সহায়তা প্রদান।
বিভ্রান্তি এড়িয়ে চলুন:
সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে, বিভ্রান্তিমূলক গুজবে কান না দিয়ে বাংলাদেশ ব্যাংক বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম থেকে তথ্য যাচাই করে নেওয়ার জন্য।
ব্যাংকিং খাতের ওঠানামা স্বাভাবিক ঘটনা। সাময়িক লোকসান মানেই ব্যাংক বন্ধ হয়ে যাবে—এমন ধারণা ভিত্তিহীন। যেসব ব্যাংক ২০২৫ সালে ভালো মুনাফা করেছে, সেগুলোতে বিনিয়োগ ও আমানত রাখা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.