ইদানীং শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য হাত বাড়ানো হচ্ছে ওপার বাংলার নায়িকাদের দিকে। এবারো তার ব্যতিক্রম নয়। আগামী বছরের ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত হচ্ছে ‘ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা। এ সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যেতে পারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারকে। সিনেমাটির নায়িকা চূড়ান্ত না হলেও এই সম্ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির কাস্টিং নিয়ে প্রশ্ন তুলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। এ অভিনেত্রী তার ফেসবুকে লেখেন, “এটা কি যৌথ প্রযোজনার সিনেমা? যদি শুধু বাংলাদেশের হয়, তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই? কেন এমন কাস্টিং হচ্ছে?”
দীপার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু চলছে যুক্তি-তর্ক, আলোচনা-সমালোচনা। হৃদয় সাহা লেখেন, “কলকাতাতেও তো অনেক অভিনেত্রী আছেন, তবু তাদের প্রোডাকশনে জয়া আহসান, নুসরাত ফারিয়াদের কেন নেওয়া হয়?”
এমডি সুজন মল্লিক নামে একজন লেখেন, “শিল্পীদের কোনো দেশ হয় না, তারা সবার। বাংলাদেশের তুলনায় অনেক সময় কলকাতার অভিনেত্রীরা পরিণত ও প্রস্তুত থাকে। রাজ্জাক সাহেবও তো একসময় কলকাতায় কাজ করেছেন।” এমন অসংখ্য মন্তব্য জমা পড়েছে দীপা খন্দকারের কমেন্ট বক্সে।
তবে তথ্য যাচাই করে জানা গেছে, সিনেমার শিরোনাম বা নায়িকা—কোনোটিই এখনো চূড়ান্ত নয়। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত বিতর্কে যুক্তি-পাল্টা যুক্তি চলবেই। তবে এ থেকে বোঝা যায়, দেশি সিনেমায় বিদেশি শিল্পী ব্যবহারের বিষয়টি এখনো দর্শক-শিল্পীদের আবেগ ও প্রশ্নের জায়গা হয়ে আছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.