রণবীর-সাই পল্লবীর সিনেমার বাজেট ৫ হাজার কোটি টাকা

পৌরাণিক গল্প নিয়ে পরিচালক নীতেশ তিওয়ারি নির্মাণ করছেন ‘রামায়ণ’ সিনেমা। এতে রামের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। আর সীতা চরিত্র রূপায়ন করছেন দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।

এরই আগে ‘রামায়ণ’ সিনেমায় সাই পল্লবী ও রণবীর কাপুরের বেশ কিছু লুক প্রকাশ্যে আসে। তারপর আলোচনা-সমালোচনা কম হয়নি। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটির অফিশিয়াল লুক। ৩ মিনিট ৪ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে ভিএফএক্সর কাজ বিশেষভাবে নজর কেড়েছে। তারপর চর্চায় পরিণত হয়েছে ‘রামায়ণ’।

‘রামায়ণ’ সিনেমার বাজেট ৪ হাজার কোটি রুপির বেশি। এটি দুটি ভাগে নির্মিত হচ্ছে। ফলে, ভারতীয় সিনেমার ইতিহাসে ‘রামায়ণ’ সবচেয়ে ব্যয়বহুল সিনেমার ইতিহাস তৈরি করতে যাচ্ছে। এর আগে অনুমান করা হয়েছিল, সিনেমাটির বাজেট প্রায় ১৬০০ কোটি রুপি হবে। তবে এ প্রকল্পের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, চূড়ান্ত ব্যয় প্রায় ৪ হাজার কোটি রুপি।

সূত্রটি ইন্ডিয়া টুডেকে বলেন, “সিনেমাটি আন্তর্জাতিক পর্যায়ে নির্মিত হচ্ছে। সিনেমাটির দুটো পার্ট নির্মাণে ব্যয় হবে ৪ হাজার কোটি রুপি (৫ হাজার কোটি ৬৪ লাখ টাকার বেশি)। দর্শকদের সেরা অভিজ্ঞতা উপহার দেওয়ার জন্য বিশ্বমানের ভিএফএক্স, স্পেশাল ইফেক্ট তৈরির পরিকল্পনা করেছে সিনেমাটির টিম।”

সিনেমাটিতে এআই ডাবিং প্রযুক্তি ব্যবহার করা হবে, ফলে দর্শকরা যেকোনো আঞ্চলিক ভাষায় নির্বিঘ্নে সিনেমাটি দেখতে পারবেন, যা ভারতীয় সিনেমায় প্রথম বলে উল্লেখ করে সূত্রটি।

এর আগে সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানায়, ‘রামায়ণ’ সিনেমায় ‘রাম’ চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। এ সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাটি দুই পার্টে মুক্তি পাবে। প্রতি পার্টের জন্য ৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০৭ কোটি ৮৪ লাখ টাকা)। দুই পার্টের জন্য রণবীর কাপুর পারিশ্রমিক নিচ্ছেন ১৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২১৫ কোটি ৬৮ লাখ টাকা)।

অন্যদিকে, সাই পল্লবী ‘সীতা’ চরিত্রে অভিনয় করছেন। ঐশ্বরিক এই চরিত্রে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য উল্লেখযোগ্য হারে পারিশ্রমিক বাড়িয়েছেন। সাধারণত, সাই পল্লবী আড়াই থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। সেখানে সিনেমাটির প্রতি পার্টের জন্য ৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি ৬৩ লাখ টাকা) পারিশ্রমিক নিয়েছেন। দুই পার্টে সাই পল্লবীর পারিশ্রমিক দাঁড়িয়েছে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ২৫ লাখ টাকা)।

‘রামায়ণ’ সিনেমায় লক্ষ্মণ চরিত্রে অভিনয় করেছেন রবি দুবে, হনুমান চরিত্র রূপায়ন করেছেন সানি দেওল, রাবণ চরিত্রে দেখা যাবে যশকে। যদিও এসব অভিনেতাদের পারিশ্রমিকের তথ্য পাওয়া যায়নি। ‘কেজিএফ’ তারকা যশ সিনেমাটির সহপ্রযোজক হিসেবে কাজ করছেন।

নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজের জন্য ৬০০ দিন ব্যয় হবে। এর ভিএফএক্সের দায়িত্ব দেওয়া হয়েছে অস্কারজয়ী সংস্থা ডিএনইজিকে। হিন্দি, তামিল, তেলেগু ছাড়া আরো বেশ কিছু ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘রামায়ণ’ সিনেমার প্রথম পার্ট। ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে সিনেমাটির দ্বিতীয় পার্ট।