বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেল আজ শুক্রবার। এই সিনেমার মাধ্যমে শেষবারের মতো বড় পর্দায় দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে।
সিনেমাটির কাজ শেষ করার পর থেকেই অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেন পপি। দীর্ঘসময় নিখোঁজ থাকার পর তার খোঁজ মিললেও অভিনয়ে আর ফেরার ইচ্ছা নেই বলে স্পষ্ট জানান তিনি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’-ই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ সিনেমা।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন পপি ও আমিন খান। আরও অভিনয় করেছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী, সাগর সিদ্দিকীসহ অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।
সিনেমার মুক্তি প্রসঙ্গে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। আজ ১৭ অক্টোবর দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তি পাচ্ছে।
আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে। এর মধ্যে রয়েছে লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.