দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। আন্তর্জাতিক বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দামে পতনের প্রভাবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণ ও রৌপ্যের দাম সমন্বয় করেছে।
সোমবার (২৭ অক্টোবর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। নতুন মূল্যহার মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে সারাদেশে কার্যকর হবে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার পাঁচশ সাইত্রিশ টাকা পর্যন্ত কমানো হয়েছে স্বর্ণের দাম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের ভরি মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪ হাজার ৪৩১ টাকা, যা আগের দিনের ২ লাখ ৭ হাজার ৯৬৮ টাকার তুলনায় ৩ হাজার ৫৩৭ টাকা কম। ২১ ক্যারেট হলমার্ক স্বর্ণের নতুন দাম প্রতি ভরি ১ লাখ ৯৫ হাজার ১৮৫ টাকা, যা পূর্বের ১ লাখ ৯৮ হাজার ৪৪৩ টাকার তুলনায় ৩ হাজার ২৫৮ টাকা হ্রাস পেয়েছে।
এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৪৪ টাকা, যা আগের ১ লাখ ৭০ হাজার ১৮১ টাকার তুলনায় ২ হাজার ৯৩৭ টাকা কম। সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা, যা পূর্বের ১ লাখ ৪১ হাজার ৪৫৫ টাকার তুলনায় ২ হাজার ৫১৪ টাকা কম।
রৌপ্যের দামেও কিছুটা পরিবর্তন এসেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক রূপার দাম প্রতি ভরি ৪ হাজার ২৪৭ টাকা, যা পূর্বে ছিল ৫ হাজার ৪৬৮ টাকা— অর্থাৎ ১ হাজার ২২১ টাকা কমানো হয়েছে। ২১ ক্যারেট রূপার দাম কমে হয়েছে ৪ হাজার ৪৮ টাকা, ১৮ ক্যারেট রূপার দাম ৩ হাজার ৪৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ২ হাজার ৬০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.