টানা তিন সপ্তাহ বাড়ার পর দেশের স্বর্ণের বাজারে দামে নেমেছে বড় ধস। মঙ্গলবার মূল্যবান ধাতুটির দাম কমেছে একলাফে প্রায় সাড়ে ১০ হাজার টাকা। এ নিয়ে টানা তিন দিনে সোনার ভরি ১৫ হাজার ১৮৭ টাকা কমেছে। তাতে সোনার দাম ২ লাখ টাকার নিচে নেমে আসছে। বুধবার থেকেই সমন্বিত এই দামে সোনা বিক্রি হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় পাইকারি বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমার কারণেই এই ধস। বৈশ্বিক বাজারে সোনার দরপতনও বড় কারণ। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে এসেছে। সেই ধাক্কা লেগেছে দেশের বাজারেও।
বাজুসের নির্ধারিত দামে আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। যা গত সপ্তাহেও ২ লাখ ৮ হাজারের বেশি ছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর মোট ৭০ বার সমন্বয় করা হয় স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৪৮ বার, কমেছে মাত্র ২২ বার। ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.