বলিউডের ‘পার্টনার’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন অনেকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় সালমান খান এবং গোবিন্দের অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে একটি। সেটে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে দিন কয়েক আগে এ সিনেমার অভিনেত্রী দীপশিখা নাগপাল ক্যারিয়ারের একেবারে ভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও দুই অভিনেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা বেশ গুরুত্ব নিয়ে বলেছেন এক সাক্ষাৎকারে। তখন থেকেই চর্চায় ছিলেন সালমান ও গোবিন্দ। তবে ‘পার্টনার’ ভক্তদের জন্য আরও আনন্দের কারণ তৈরি হচ্ছে। সালমান খান এবং গোবিন্দ ১৮ বছর পর শিগগিরই আবারও পর্দায় দেখা করতে পারেন।
গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এই দুই তারকা সত্যিই একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি বলেছে, ‘সালমান খান এবং গোবিন্দ একটি প্রকল্পের জন্য একসঙ্গে আসছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও এর নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ভক্তরা অবশ্যই এই আইকনিক জুটির একটি দুর্দান্ত পুনর্মিলন আশা করতে পারেন।’
এই জুটি শেষবার ডেভিড ধাওয়ানের ২০০৭ সালের কমেডি সিনেমা ‘পার্টনার’-এ একসঙ্গে কাজ করেছিলেন। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে এবং এখনও বলিউডের সবচেয়ে দর্শকপ্রিয় কমেডিগুলোর মধ্যে একটি। তাদের দুর্দান্ত রসায়ন এবং কমিক টাইমিং ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল, যা তাদের সেই যুগের সবচেয়ে স্মরণীয় অন-স্ক্রিন জুটিগুলোর মধ্যে অন্যতম করে তুলেছিল।
সম্প্রতি রিয়েলিটি শো ‘বিগ বস’র একটি পর্বে সালমান খান ইঙ্গিত দেন, গোবিন্দর সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক তখন থেকেই জল্পনা শুরু হয়, এটি কী সিনেমা, নাকি বিগ বসেই গোবিন্দর উপস্থিতি? তবে প্রজেক্টের সূত্রের বরাতে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি একটি সিনেমাই হওয়ার কথা। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তথাপিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দু’তারকার ভক্তদের উত্তেজনায় পারদ তুঙ্গে, আশা করছেন এই পুনর্মিলন আরেকটি সুপার কমেডির আনন্দ তাদের জন্য অপেক্ষা করছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.