রজনীকান্ত-ধানুশের বাড়িতে বোমা আতঙ্ক

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বোমা রাখা হয়েছে—সোমবার (২৭ অক্টোবর) এমন খবরের ভিত্তিতে দুই অভিনেতার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ২৭ অক্টোবর, তামিলনাড়ু পুলিশ মহাপরিদর্শকের (ডিজিপি) দপ্তরে পাঠানো একটি ই-মেইলে অভিযোগ করা হয়, রজনীকান্ত ও ধানুশের বাড়িতে বিস্ফোরক রাখা হয়েছে। একই ই-মেইলে তামিলনাড়ুর কংগ্রেসের সভাপতি কে. সেভ্যালপেরুনথাগাইয়ের বাড়ির কথাও উল্লেখ করা হয়।

এ বার্তা পাওয়ার পরপরই চেন্নাই পুলিশ দ্রুত বোমা শনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ দলকে রজনীকান্ত ও ধানুশের বাড়িতে পাঠায়। পুলিশ দুই বাড়িতে তল্লাশি চালিয়ে কোথাও কোনো সন্দেহজনক বস্তু পায়নি। তল্লাশি শেষে কর্মকর্তারা নিশ্চিত করেন যে, বাস্তব কোনো হুমকি নেই।

রজনীকান্তের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বাড়িতে কোনো অচেনা ব্যক্তি প্রবেশ করেনি, তাই এটি নিশ্চয়ই ভুয়া হুমকি।

চেন্নাই সিটি পুলিশ, বোমা নিষ্ক্রিয়করণ দলের সঙ্গে সমন্বয় করে, ই-মেইলে উল্লেখিত অন্যান্য ব্যক্তিদের বাড়িতেও তল্লাশি চালায়। পুরো তল্লাশি শেষে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি এবং পুলিশ ঘটনাটিকে সাম্প্রতিক একাধিক ভুয়া হুমকির আরেকটি ঘটনা হিসেবে চিহ্নিত করেছে।

ধানুশ ব্যক্তিগত জীবনে পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে ঘর বেঁধেছিলেন। এই দম্পতির দুই ছেলে—যাত্রা ও লিঙ্গা। কিন্তু ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। গত বছরের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান তারা। এদিক থেকে রজনীকান্ত ধানুশের প্রাক্তন শ্বশুর।