২০১৮ সালে দেশের শোবিজ অঙ্গনে যে ক’টি সম্ভাবনাময় চেহারা উঁকি দিয়েছিল তাঁদের মধ্যে একজন নিশাত নাওয়ার সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মঞ্চে চেহারার ঝলকানি দেখিয়েছিলেন। সৃষ্টি করেছিলেন মুকুট জয়ের সম্ভাবনা, কিন্তু শেষ মুহূর্তের ঘোষণায় প্রথম রানার-আপ তকমা নিয়েই সন্তুষ্টচিত্তে মঞ্চ ত্যাগ করেছিলেন।
সালওয়া সিনেমায় নাম লেখাবেন বলে স্থির করেছিলেন।
সে স্বপ্নও পূরণ হয়। রাজু চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে যাওয়া ‘রাজকন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় প্রথম স্বাক্ষর করেন সালওয়া। পরে সে ছবির নাম বদলে যায়। নাম হয় স্বপ্নে দেখা ‘রাজকন্যা’। পরিচালকও পরিবর্তন হয়, পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান মানিক।
এরপর নির্মাতারাও দরজায় কড়া নাড়তে থাকেন। কিংবদন্তি অভিনেত্রী কবরীর চোখেও পড়েন সালওয়া। তাঁর ছবিতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। প্রয়াত কবরীর ‘এই তুমি সেই তুমি’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে সালওয়া জানালেন আপাতত তিনি আর অভিনয় করবেন না। সালওয়া এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে রয়েছেন। বেশ কিছুদিন তিনি সেখানে থাকবেন।
বাংলাদেশ সময় বুধবার বিকেলে কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে সালওয়া বলেন, ‘আমি নিউ ইয়র্কে চলে এসেছি। আপাতত এখানেই আছি। এখন আর কোনো সিনেমা করব না। জানি না পরে সিনেমায় ব্যাক করব কি না, কিন্তু আপাতত একেবারে সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। ’
হঠাৎ করে সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ কী? এমন প্রশ্নের জবাবে সালওয়া কালের কণ্ঠকে বলেন, ‘সত্যি কথা বলতে বাংলাদেশের মিডিয়ায় কাজ করতে গিয়ে আমি ফেডআপ। এখানে কাজ করতে অনেক মানসিক শক্তির দরকার হয়। আমার সে শক্তি নেই। আমি ডিল করতে পারি না। আর যেহেতু হজ করে এসেছি, তাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমা করব না। পরে যদি মনে হয় তাহলে ভেবে দেখব। ’
যুক্তরাষ্ট্রেই স্থায়ী হচ্ছেন কি না? এমন প্রশ্নের জবাবে সালওয়া বলেন, ‘আমি মাত্র ঘুম থেকে উঠলাম, এখনো আমার জেটল্যাগ কাটছে না। আপনার প্রশ্নের জবাবে বলতে পারি আমি একটা ভ্যাকেশন কাটাতে এসেছি। কত দিন এখানে থাকব আমি নিজেও জানি না। যত দিন ভালো লাগে, থাকব। ’