কান ধরে ক্ষমা চাইলেন ভারতীয় বাংলা টিভি ও চলচ্চিত্রাভিনেত্রী স্বস্তিকা দত্ত। সোশ্যাল মিডিয়ায় লাইভে নেটিজেনদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ৩১ বছরের আলোচিত এই অভিনেত্রী। কিন্তু হঠাৎ কেন ক্ষমা চাইলেন স্বস্তিকা?
ঘটনার সূত্রপাত, স্বস্তিকা অভিনীত জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’-কে কেন্দ্র করে। ধারাবাহিকটির একটি এপিসোডের একাংশ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েক সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, ক্লাসের ব্ল্যাক বোর্ডে ইংরেজি হরফে লেখা— ‘Knowlege is power’। সবকিছু ঠিকই ছিল। কিন্তু ‘Knowledge’ বানান নিয়ে যত বিপত্তি। কারণ বানানটি হওয়ার কথা ছিল ‘Knowledge’, সেখানে লেখা হয় ‘Knowlege’। ভুলবশত ‘d’ বর্ণটি বাদ পড়ে যায়। স্বাভাবিকভাবেই এই ভুল দর্শক-নেটিজেনদের চোখ এড়ায়নি। শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত একটি ধারাবাহিকে এমন ভুল হওয়ায় শুরু হয় সমালোচনা। ভুল বানান নিয়ে কটাক্ষের শিকার হন ধারাবাহিকটির শিল্পী ও কলাকুশলীরা।
সময়ের সঙ্গে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। পরে নিজের সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে কান ধরে ভুল স্বীকার করেন স্বস্তিকা দত্ত। কারণ এই বানানটি তারই হাতে লেখা। এ অভিনেত্রী বলেন, “এটা সম্পূর্ণ আমার দোষ, সেই ভুল স্বীকার আমরা করে নিচ্ছি। আসলে ২১ মিনিটের এপিসোডের জন্য যে পরিমাণ ব্যস্ততা থাকে, তাতে এরকম ভুল হয়ে যায়। তবে ভুল তো ভুলই, এর ক্ষমা হয় না। কিন্তু সকলে আমাদেরকে যতটা অশিক্ষিত ভাবছেন, আমরা ততটাও অশিক্ষিত নই। তাড়াহুড়ো করে ব্ল্যাকবোর্ডে বানানটি লিখতে গিয়ে আমি ভুল করে ফেলি। এজন্য আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, কান ধরেও ক্ষমা চাইছি।”
কারণ ব্যাখ্যা করে স্বস্তিকা দত্ত বলেন, “কারণ শিক্ষিকা বিদ্যা ব্যানার্জি যেমন তার ছাত্র-ছাত্রীকে ভুল করলে শাস্তি দেন, ঠিক তেমনই আমি ভুল করেছি তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই সমালোচনা করুন এবং ভুল ধরুন। আপনাদের সমালোচনা আমি মাথায় করে রাখি, যাতে পরবর্তীতে আর ভুল না হয়। দাদা স্নেহাশিস চক্রবর্তীও নানা ব্যস্ততার মধ্যে থাকেন, তবে আবার বলছি এই ভুলটা আমার।”
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে স্বস্তিকা লিখেছেন, “আমাদের প্রজেক্টটা সবে নিঃশ্বাস নেওয়া শুরু করেছে। আমরা প্রত্যেকে ভীষণভাবে ‘KNOWLEDGEABLE’। আমরা অক্লান্ত পরিশ্রম করছি, যাতে আপনাদের প্রত্যেকের ঘরে এবং মনে স্থান পেয়ে যায় ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। তার মাঝে ঘটে গেছে একটা ‘Silly Mistake by Me and My Team’। আপনারা তো বুঝতেই পারছেন বাচ্চাটা এখন সবে নিঃশ্বাস নেওয়া শুরু করেছে, অর্থাৎ প্রজেক্টটা জাস্ট স্টার্ট হয়েছে। অনুরোধ রইল লাইভটা প্লিজ একবার শুনবেন। দাদা এবং ব্লুজ প্রোডাকশন, রূপসা চক্রবর্তী দিদি একটি খুব ডিফিকাল্ট এবং মারাত্মক টপিক উপহার দিচ্ছেন আপনাদের ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। আপনাদের ভালোবাসায় প্রথম সপ্তাহের টিআরপি চার্টে আমরা চ্যানেল টপার হয়েছি এবং দ্বিতীয় সপ্তাহেও তাই। কয়েকদিনের মধ্যেই আমরা এই স্থান পেয়েছি আমাদের দর্শক, আপনাদের জন্যই। তাই আমি একটা ভুল করেছি, আমাদের টিম একটা ভুল করেছে। সেই নিয়ে আমরা ট্রোলড হচ্ছি।”
শুটিং সেটে কাজের চাপ ব্যাখ্যা করে স্বস্তিকা দত্ত লেখেন, “প্রত্যেক দিনের ১৪ ঘণ্টার শুটিংয়ের মধ্যে অনেক প্রেসার থাকে সবার। প্রযোজক, পরিচালক, সহ প্রযোজক, ক্যামেরা পরিচালক, আর্টিস্টদের সিন মুখস্ত করা, কীভাবে তারা হাসবেন, কাঁদবেন, গাইবেন, নাচবেন… সব কিছুর মধ্যে যাতে নতুনত্ব থাকে, অডিয়েন্স যাতে এন্টারটেইনমেন্টটা সঠিকভাবে খুঁজে পান সেটার চেষ্টা করি। তার মাঝেই গত সপ্তাহের একটা ক্লাসরুমের সিনে ‘KNOWLEDGE’ বানান ভুল লিখে ফেলেছি আমি। ভীষণ হাই ড্রামা সিন থাকার ফলে আমরা কেউ লক্ষ্য করে উঠতে পারিনি। শুধু ‘D’ অক্ষরটি ছিল মিসিং। আমি, আমরা ক্ষমা চাইছি আপনাদের কাছে।”
মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন স্বস্তিকা দত্ত। তারপর টিভি ধারাবাহিকে অভিনয় করেন। পরবর্তীতে বড় পর্দায় পা রেখে নজর কাড়েন এই অভিনেত্রী। তবে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের মাধ্যমে দুই বছর পর ছোট পর্দায় ফিরেন স্বস্তিকা। নাটকটি এখন স্টার জলসায় প্রচার হচ্ছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.