বলিউড বাদশা শাহরুখ খান দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে অতিথি হিসেবে হাজির হননি। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। এবার দুই সহশিল্পীর কাছে নিজেই কারণ জানিয়ে মজার ছলে ক্ষমা চাইলেন কিং খান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের মুখে পড়ে শাহরুখ খান জানান, কাজল-টুইঙ্কেলের টক শোয়ে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে তিনি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত।
এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় তিনি সময় বের করতে পারেননি।
এছাড়াও বাদশার আপত্তি ছিল অন্য বিষয়ে! মজা করে বলেন, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।
শাহরুখ আরও যোগ করেন, না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।
কাজল ও টুইঙ্কেলের এই শো তাদের বিতর্কিত মন্তব্যের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্যের মেয়াদ থাকা নিয়ে, আবার কখনও স্বামীদের পরকীয়ায় সমর্থন করে বিতর্কের জন্ম দিয়েছেন দুই সঞ্চালিকা। এমন বিতর্ক সত্ত্বেও শাহরুখ খান যে শোয়ের প্রতি আগ্রহী, তা তার কথায় স্পষ্ট।
সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। সেই প্রেক্ষাপটেই দুই বন্ধুর এই আড্ডাটি জমে ওঠে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.