বিয়ের চার মাসের মাথায় জমজ সন্তানের ছবি প্রকাশ্যে আনায় নয়নতারা ও ভিগনেশ শিবানের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছিল। এ বিষয়ে পেশ করা নথিতে, নয়নতারা ও ভিগনেশ জানিয়েছেন, ছয় বছর আগেই তারা বিয়ে রেজিস্ট্রি করিয়েছিলেন। তাদের সন্তান যিনি গর্ভধারণ করেছিলেন তিনি নয়নতারার আত্মীয় হন। খবর হিন্দুস্থান টাইমসের।
দক্ষিণী চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ বলা হয় নয়নতারাকে। তার স্বামী পেশায় চলচ্চিত্র নির্মাতা। গত ৯ জুন জমকালো আয়োজনে চেন্নাইয়ে বিয়ে সারেন তারা। বিয়েতে রজনীকান্ত, শাহরুখ খানের মতো তারকারা অতিথি হিসেবে হাজির হয়েছিলেন। গত সপ্তাহে তারা সন্তান জন্মের বিষয়টি ঘোষণা করেন।
ভারতে গত বছর ডিসেম্বরে পাশ হওয়া সারোগেসি নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিতে হলে বিয়ের বয়স ৫ বছর হতে হবে।
গর্ভধারিনীকে সারোগেসির মাধ্যমে সন্তান জন্ম দিতে ইচ্ছুক দম্পতির আত্মীয় হতে হবে এবং তার একটি সন্তান থাকতে হবে। স্বামীর বয়স হতে হবে ২৫ থেকে ৫৫ এবং স্ত্রীর বয়স হতে হবে ২৩ থেকে ৫০ বছর।
এজন্যই নয়নতারার আনুষ্ঠানিক বিয়ের চার মাসের মাথায় সন্তান জন্মের বিষয়টি সামনে আসায় বিতর্ক শুরু হয়েছিল।