রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে সোমবার থেকে ভর্তুকি মূল্য ৫৫ টাকা দরে চিনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার (২৩ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
তিনি জানান, সোমবার দুপুর ১টা থেকে এই চিনি বিক্রি কার্যক্রম শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
তবে একজন ভোক্তা ৫৫ টাকা দরে সর্বোচ্চ এক কেজি করে চিনি কিনতে পারবেন বলেও জানান হুমায়ুন কবির।
এদিকে, রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখে গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে চিনির দাম। সম্প্রতি খুচরা পর্যায়ে কেজিপ্রতি খোলা চিনি ৯৫ টাকার উপরে বিক্রি হচ্ছে। প্যাকেটজাত চিনি কিছু পাওয়া গেলও ১০০ টাকার বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বস্তায় বেড়েছে ৩৫০-৫০০ টাকা পর্যন্ত।
সাম্প্রতিক সময়ে চিনির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে রোববার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক জানায়, বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া খুব শিগগিরই আরও ১ লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
