চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে ১ রানের নাটকীয় জয় পেয়েছে জিম্বাবুয়ে। ম্যাচে সিকান্দার রাজা ব্যাট হাতে তেমন আলো ছড়াতে না পারলেও বল হাতে ছিলেন দুর্দান্ত। মূলত তার বোলিংয়ের কাছে নাস্তানুবাদ হয়েছে বাবর আজমের দল। যার সুবাদে ম্যাচসেরার মুকুটও নিজের করে নিয়েছেন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পার্থে পাকিস্তানের ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে তুলে নিয়েছেন তিন উইকেট। এদিন পাকিস্তান দলীয় ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর শান মাসুদ ও শাদাব খান ৫২ রানের জুটি গড়ে দলের বিপর্যয়ে হাল ধরেন। তবে শাদাব খানকে ইনিংসের ১৪তম ওভারের চতুর্থ বলে ফেরানোর পরের বলেই হায়দার আলীকেও ফেরান রাজা।
এই দুজনকে ফেরানোর পর নিজের শেষ ওভারে একা হাতে প্রতিরোধ করা শান মাসুদকেও স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন এই অফস্পিনার। ফলে নিজের কোটার ৪ ওভারে ২৪ রানের বিনিময় ৩ উইকেট নেন। যার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন রাজা।
এই জয়ের দিনে ভারতীয় রান মেশিন বিরাট কোহলির এক রেকর্ডও ভেঙে দিলেন রাজা। এক বর্ষপঞ্জিকায় কোহলির সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার রেকর্ড ভেঙে দিয়েছেন রাজা। চলতি বছর ৭ রান ম্যাচসেরা হয়েছেন এই অলরাউন্ডার।
এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ ৬ বার ম্যাচসেরার কৃতিত্ব এতদিন একার দখলে ছিল কোহলির। ২০১৬ সালে তিনি এই রেকর্ড গড়েছিলেন। কিন্তু চলতি বছর উড়ন্ত ফর্মে থাকা রাজা তাকেও ছাড়িয়ে গেলেন। ২০২২ সালে তিনি এখন পর্যন্ত ৭ বার ম্যাচসেরার পুরষ্কার পেয়েছেন। যার মধ্যে টি-টোয়েন্টিতেই পেয়েছেন ৬বার ম্যাচসেরার পুরষ্কার।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
