আমরা যে সমস্ত শিক্ষা গ্রহণ করে থাকি সেগুলো এখনও কখনো পরবর্তী ক্ষেত্রে বাস্তবে রূপায়িত করার চেষ্টা করে থাকি। অর্থাৎ ছোটবেলা থেকেই বাড়ির বাচ্চাদের ইচ্ছে হয়ে থাকে হেলিকপ্টার বা অন্য কিছু যানবাহন চালানো।
কিন্তু যত বড় হয়ে আমরা ততই তাদের প্রতি আগ্রহ কমে যেতে শুরু করে। ছোটবেলাতে যে সমস্ত জিনিস গুলো কে আমরা ভাবতাম বড় হয়ে যদি কোনো কারণে সেই সমস্ত জিনিস নিজের হাতে তৈরি করা যায় তাহলে তার আনন্দ বলে প্রকাশ করার মতন থাকবে না । ঠিক তেমনি ঘটলো বৃটেনের এই ব্যক্তির সাথে। আধুনিক ‘হতে গিয়ে
আমরা অনেক উন্নত হয়েছি । তার সাথে সাথে বিভিন্ন যানবাহন এবং য-ন্ত্র-পা-তির আবিষ্কার করেছি। কিন্তু কীভাবে সে য-ন্ত্র-পা-তিগুলো আবিষ্কার হয় তা হয়তো অনেকেই জানেন না। কিন্তু বাড়িতে সহজ পদ্ধতিতে অভিনব কায়দায় বানিয়ে নেয়া যেতে পারে যে হেলিকপ্টার তার প্রথম ধারণা দিয়েছেন বৃটেনের এই জনৈক ব্যক্তি । কিভাবে তৈরি করলেন তিনি তার হেলিকপ্টার আসুন জেনে নেব।
তার বাড়ির অকেজো একটি চেয়ার এর সাথে ৫৭ টি ড্রোন লাগিয়ে তিনি একটি হেলিকপ্টার তৈরি করেছেন । এবং হেলিকপ্টারটি বিশেষত্ব হলো যে এটি শুধুমাত্র নিজে নিজে উঠতে পারে তেমন কিন্তু নয় ।
তার পাশাপাশি একজন ব্যক্তিকে সাথে করে নিয়েও ১৫ ফুট উচ্চতা বিশিষ্ট উচ্চতায় উঠতে পারে । অভিনব পদ্ধতিতে সামনে আসতে সেই জনৈক ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়ার মানুষরা । মানুষ যে অনেক উন্নত হচ্ছে এবং তার পাশাপাশি নিজেদের বুদ্ধিকে বাস্তবে রূপায়িত ঘটার জন্য প্রয়োগ করছে এটি তার প্রমাণ ।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.