নব্বই দশকের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে অশ্লীলতার মহামারি ছিল। তখন চিত্রনায়িকাদের বিরুদ্ধে ছিল অ;শ্লীল;তার অভিযোগ। সে সময় সিনেমায় চাহিদাসম্পন্ন চিত্রনায়িকাদের মধ্যে পলি অন্যতম।
সময়ের ব্যস্ততম এ নায়িকা হঠাৎ করেই চলচ্চিত্র থেকে অন্তরালে চলে যান। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন।
হঠাৎ করে চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে আড়ালে নিয়ে যাওয়া প্রসঙ্গে দেশের জনপ্রিয় একটি অনলাইন নিউজ পোর্টালকে পলি বলেন, ‘আমি নিজে থেকেই সিনেমা ছেড়ে দিয়েছি। আবার ইচ্ছা করলেই সিনেমায় ফিরতে পারি। আমার সে কোয়ালিটি, চেহারা, ফিগার সবকিছুই আছে। ফিল্ম আমাকে অনেক কিছু দিয়েছে। আই লাভ ফিল্ম। একেবারে মরণের আগের দিন পর্যন্ত ফিল্মকে ভালোবেসে যাব। আমি কারো দোষ দিব না। এখানে কারো দোষ নেই। বলতে পারি, যুগের দোষ তখন সময়ের দোষ ছিল। কোনো প্রযোজক পরিচালকের দোষ ছিল না। সময়ের দোষ। তখন সময়টাই ওরকম ছিল। এখন আবার সেই সময় আসছে। আবার সব কিছুই হচ্ছে। এটা বন্ধ করতে পারবে না।’
তিনি আরো বলেন, ‘আমাদের নিয়ে যতই নাক সিটকানো হোক না কেন আমাদের বেইজ করে গল্প লেখা হতো। আগে আমাদের সাইন করানো হতো। এরপর প্রযোজক, পরিচালক সিদ্ধান্ত নিতেন কাকে নায়ক হিসেবে নিবেন। এখন সেই যোগ্যতা বা ক্ষমতা কোনো নায়িকার নেই যে, সিনেমার মাঠকে নিজের হাতে নিয়ে আসবে। আজকে ইন্ডাস্ট্রির এ অবস্থা থাকবে কেন? দশটা হিরো দশটা হিরোইন থাকবে। কেউ নেইতো!’
মোহাম্মদ হোসেন পরিচালিত ‘ফায়ার’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রেখে ‘জানোয়ার’, ‘কঠিন পুরুষ’সহ একের পর এক সিনেমায় অভিনয় করেন পলি।
চার বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ১১৩টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। ওই সময়কার জনপ্রিয় সব চিত্রনায়কের বিপরীতে অভিনয় করেছেন পলি।
পলি অভিনীত সর্বশেষ ‘এক নম্বর আসামী’ সিনেমাটি ২০১২ সালে মুক্তি পায়। রাজু চৌধুরী পরিচালিত এ সিনেমায় পলির বিপরীতে অভিনয় করেন চিত্রনায়ক রুবেল।