‘শাকিব-বুবলী-অপু’ ইস্যুতে কিছুদিন ধরে সরগরম ঢালিউড ইন্ডাস্ট্রি। এবার সেই আগুনে ঘি ঢাললেন আরকে অভিনেত্রী ইলোরা গহর।
গত ২৭ সেপ্টেম্বর সোশ্যালে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী বেবি বাম্পের ছবি পোস্ট করেন। এরপর শুরু হয় হইচই। কয়েকদিন পর আড়াই বছর বয়সী ছেলের ছবি পোস্ট করে সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরেন নায়িকা। জানান, ছেলে শেহজাদ খান বীরের বাবা ঢালিউড সুপারস্টার শাকিব খান। নায়কও সোশ্যালে ছবি পোস্ট করে প্রকাশ্যে আনেন ছেলেকে।
এর আগে অপু বিশ্বাস আর শাকিব খানের ছেলের জন্মদিনের পোস্ট করেন শাকিব খান। আর সেই পোস্টের রেশ কাটতে না কাটতেই বুবলী নিজের বেবি বাম্পের ছবি ফেসবুকে পোস্ট করলে শুরু হয় সমালোচনার ঝড়।
প্রথমে ঢালিউড ক্যুইন অপু বিশ্বাসকে বিবাহ বিচ্ছেদের পর বুবলীকে বিয়ে, ছেলে শেহজাদ খান বীরকে আড়ালে রাখা, কবে বিয়ে হয়েছে শাকিব-বুবলীরসহ নানা প্রশ্ন উঠতে থাকে সোশ্যালে। কেউ কেউ অভিনেতার পাশে দাঁড়ালেও সমালোচনাও করেছেন অনেকে। পরপর দুবার দুই সহকর্মীকে গোপনে বিয়ে ও সন্তানের বিষয় আড়ালে রাখায় তীব্র সমালোচনার মুখেও পড়েন শাকিব খান।
এবার শাকিব খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী ইলোরা গহর। সম্প্রতি এই অভিনেত্রী শাকিব-বুবলী প্রসঙ্গে জানালেন, শাকিব খানের কোনো দোষ নেই। তিনি বলেন, ‘জায়েদ খানের জন্যও নাকি অনেকে রক্ত দিয়ে চিঠি লিখে পাঠায়। এদিকে শাকিব খান তো সুপারস্টার। একটা লোককে থাকতে দেন না। আমি বলব, নায়িকাগুলোর দোষ আছে। অপু বিশ্বাসের না হয় প্রেম ছিল, বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে। কিন্তু বুবলীর বাচ্চা নিতে হবে কেন? প্রোটেকশন কেন নেন নাই? কেন বাচ্চা নিলেন? তাহলে শাকিব খানকে ডুবানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এখানে শাকিব খানের কোনো দোষ নেই। শাকিব তো আমাকেও জড়িয়ে ধরেছিল কোলে নিয়েছিল, কই আমার তো বাচ্চা হয়নি’।
প্রসঙ্গত, বুবলীকে বিয়ের আগে ২০০৮ সালে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। কিন্তু পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন ঢালিউড ক্যুইন।
শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
