মহামারীর পরবর্তী সময়ে মানুষ ঝুঁকেছে ডিজিটালাইজেশনের দিকে আর সেই কারণেই পচলচিত্র,ধারাবাহিকের পাশাপাশি উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মের চাহিদা।
দর্শকেরা অনলাইন থিয়েটার মাধ্যমে বাড়িতে বসেই কেবলমাত্র এক ক্লিকেই নানান ধরনের ওয়েব সিরিজ দেখতে বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করে থাকছেন সাম্প্রতিক সময়ে আর সেই কারণেই প্রাপ্তবয়স্কদের জন্য এক নতুন বিনোদনের দিগন্ত উন্মোচন করেছে ওয়েব সিরিজ সেগমেন্ট!
উল্লু, প্রাইমশর্ট, কোকুর মতো একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ প্ল্যাটফর্মে নিত্যদিন লঞ্চ হতে থাকে রগরগে পরিপূর্ণ একাধিক ওয়েব সিরিজ যা সপরিবারে দেখার উপযুক্ত নয়। তাই আপনি যদি একজন প্রাপ্তবয়স্ক দর্শক হয়ে থাকেন তবে এই ওয়েব সিরিজ দুনিয়ার বেতাজ রানী অভিনেত্রী আলিয়া নাজকে চিনবেন না এমনটা হতে পারে না। সাম্প্রতিক বোল্ড ওয়েব সিরিজ দুনিয়ার এই সম্রাজ্ঞী ফের তার নতুন ওয়েব সিরিজের জন্য সংবাদমাধ্যমের চর্চায় উঠে এসেছেন।
সম্প্রতি প্রাইমশট চ্যানেলে মুক্তি পেয়েছে আলিয়ার নতুন ওয়েব সিরিজ “মিস টিচার”! এই ওয়েব সিরিজে একজন সুন্দরী লাস্যময়ী শিক্ষিকার ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে আলিয়াকে। তবে এই উক্ত টিচার তার ক্লাসরুমে ছাত্রদের সাথে ঐ কাজে লিপ্ত হন। ওয়েব সিরিজে ক্লাসরুমের মধ্যেই ছাত্রদের সাথে একাধিক হটসিন শেয়ার করতে দেখা গিয়েছে আলিয়াকে।
তাই আপনি যদি এখনো পর্যন্ত প্রাইমশট অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন না নিয়ে থাকেন তবে এখনই নিয়ে ফেলুন আর উপভোগ করুন একাধিক হটদৃশ্য ও রগরগেপরিপূর্ণ ওয়েব সিরিজ “মিস টিচার”!
যেখানে বাস্তবিক জীবনের সুন্দরী এই নায়িকা অনস্ক্রিনে হয়ে উঠেছেন আরো আবেদনময়ী। তাই আলিয়া নাজের এহেন অবতার একদমই মিস করবেন না যেন!
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
