ব্রাজিল ফুটবল দলের কোচ তিতের একটি অলিখিত নিয়ম রয়েছে, কোথাও গেলে তিনি সেখানকার নামকরা ধর্মীয় স্থাপনা খোঁজেন। সেই স্থাপনায় গিয়ে প্রার্থনা করেন দলের জন্য, দলের সাফল্যের জন্য।
লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তির দেশটি নিজেদের হেক্সা মিশনে কাতারে অনুষ্ঠেয় ফিফা বিশ্বকাপের ২২তম আসরে গেছে। যেখানে নেইমার-রিচার্লিসনদের কোচ তিতে এবার দলের সাফল্য কামনায় গেছেন কাতারের ম;সজি;দে। খবর ব্রাজিলের গণমাধ্যম গ্লোবো স্পোর্তের।
বুধবার (২৩ নভেম্বর) ওই গণমাধ্যমটি এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনের ছবিতে দেখা যায়, আরব সংস্কৃতির ঐতিহ্যবাহী সাদা আলখাল্লা পরিহিত কাতার সরকারের এক কর্মকর্তার সঙ্গে ব্রাজিল কোচ ম;সজি;দ থেকে বের হয়ে আসছেন। এ সময় তার সঙ্গে নিরাপত্তা কর্মকর্তা ছাড়াও দলের কয়েকজন কর্মকর্তা ছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাত্র ১০ মিনিট ম;সজি;দে ছিলেন ব্রাজিল কোচ তিতে। তবে ম;সজি;দে যাওয়ার উদ্দেশ্য নিয়ে কিছু বলেননি সেলেসাও কোচ। ম;স;জিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে, দোহায় ব্রাজিল দলের ট্রেনিং সেন্টারের কাছাকাছিতে অবস্থান ম;সজি;দ;টির।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন পেলে-রোনালদো নাজারিওদের দেশ ব্রাজিল। তবে সাম্বার শিল্পীরা ২০০২ কোরিয়া-জাপান বিশ্বকাপে সবশেষ শিরোপা জিতেছিল।
এরপর ২০ বছর পেরিয়ে গেলেও সেলেসাওরা শিরোপা ছুঁয়ে থাকা তো দূরে থাক, ফাইনালেই উঠতে পারেনি। এবার নেইমাররা র্যাংকিংয়ে এক নাম্বারে থাকায় ব্রাজিল সমর্থকরাও আশায় বুঁদ হয়ে আছে শিরোপার হেক্সা মিশন জয়ের।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
