কলকাতার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ মিমি চক্রবর্তী। ‘বাপী বাড়ি যা’ সিনেমা দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি। পরে ‘বোঝে না সে বোঝে না’ ছবিতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
বর্তমানে কাজ ও পরিবার নিয়ে ব্যস্ত।
দীর্ঘদিন সবকিছু থেকে দূরে থাকায় রীতিমতো নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন তিনি। হাতে কোনো ছবি নেই, তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন বলে অনেকেই মন্তব্য করেছেন।
তবে এসব কথায় মাথা ঘামাতে চান না মিমি। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কাজ আর পরিবার ছাড়া আর কিছু নিয়ে মাথা ঘামাতে চাই না। কে কী বলছে, তাতে আমার যায়-আসে না। কোনোদিনই আসত না। তারা তো আমার সংসার চালায় না। জীবনটা আমার। এর চাবিকাঠি শুধু আমার হাতে। যতদিন আমার দর্শক আমায় দেখতে চান, ততদিন এসবে আমি কান দেব না।’
চিত্রনাট্য বাছাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে মিমি বলেন, ‘গল্পটা আগে দেখি। তারপর দেখি আমার চরিত্রটা ছবিতে কতটা গুরুত্ব পাচ্ছে। পাশাপাশি আমার পারিশ্রমিকটা অবশ্যই দেখি। সেটাও আমার কাছে খুব জরুরি। এখন আর আমায় কেউ পাঁচ লাখ টাকা দিয়ে ছবি করাতে পারবে না। সঙ্গে কে আছে, কখনও জিজ্ঞাসাও করি না। আমার জন্য গল্প আর টাকাটা আসলো। সেগুলো ঠিক হলে তারপর হয়তো জিজ্ঞাসা করি, সঙ্গে কে করছে। তবে সহকর্মীর ভিত্তিতে কখনো চিত্রনাট্য বাছাই করি না।’
এই অভিনেত্রী আরও বলেন, ‘বাংলা ছবির নায়িকাদের যে পারিশ্রমিক দেওয়া হয়, তাতে সংসার চলে না। ছবি কম করতে পারি, কিন্তু পশ্চিমবঙ্গে আমার সবচেয়ে বেশি সংখ্যায় ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট রয়েছে। তা করার জন্য আমায় সারাক্ষণ পরিশ্রম করতে হয়। আউট অব দ্য বক্স ভাবতে হয় এবং আমি সেটাই করি।’
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
