জার্মানির হামবুর্গে গত মার্চ মাস থেকে এমন একটি বাস চলাচল করছে৷ ইতিমধ্যে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ‘অ্যাম্ফিবিয়াস বাস’৷ হ্যাঁ৷ এটাই বাসের নাম৷ বাংলা করলে যার অর্থ
দাঁড়ায় ‘উভচর বাস’৷ কারণ এই বাস প্রথমে রাস্তায় চলে, তারপর এলবে নদীতে নেমে যায়৷ তারপর আবার রাস্তায় উঠে পড়ে৷ জার্মানিতে এটিই একমাত্র অ্যাম্ফিবিয়াস বাস৷ রাস্তায় চলার জন্য এর আছে একটি ইঞ্জিন৷ আর
পানির জন্য আছে আরও দু’টি৷ পানিতে নামার সময় বাসের চাকা একটু উপরে উঠিয়ে নেয়া হয়৷ জানা গেছে, হামবুর্গে বাণিজ্যিকভাবে এরকম একটি বাস চালুর প্রক্রিয়া শুরু হয় বছর চারেক আগে৷ এরপর
পরীক্ষামূলক বিভিন্ন পর্যায় শেষে গত মার্চ মাস থেকে এই সার্ভিস চালু হয়৷ বাসটি ৩৬ জন যাত্রী বহন করতে পারে৷ চালক ছাড়াও বাসে আরও দু’জন ক্রু থাকেন৷ হাঙ্গেরির বুডাপেস্টে বাসটি তৈরি করা হয়৷ সেখানে ছয় বছর আগেই এরকম সেবা চালু হয়েছে৷ এবার শুধু রাস্তায় নয়, পানিতে চলবে এই বাস! যা নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে মুহূর্তেই তুমুল ভাইরাল ভিডিও।