আংটি বদলের আড়াই বছর পর নুসরাত ফারিয়া জানলেন তিনি বিয়ে করছেন না। রনি রিয়াদ রশীদের সঙ্গে এর আগে সাত বছর প্রেম করেছেন ফারিয়া।
বৃহস্পতিবার জানালেন তিনি রনিকে বিয়ে করছেন না।
এ প্রসঙ্গে বললেন, ‘আমি যা করি, বুঝেশুনেই করি।
রনির সঙ্গে যোগাযোগ আছে। সারা জীবনই বন্ধুর মতো সম্পর্ক থাকবে। বিয়ে না করার সিদ্ধান্তটি দুজনের বোঝাপড়াতেই হয়েছে। ’
২০২০ সালের মার্চে বাগদান সেরেছেন। আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমাদের মধ্যে ৭ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। অবশেষে পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে। ’
এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া সে সময় বলেছিলেন, ‘হুট করেই দুই পরিবারের সম্মতিতে আংটি বদল হলো। করোনার সংকট কেটে গেলে সবাইকে দাওয়াত দিয়েই বিয়ের পিঁড়িতে বসব। ’
জানা গিয়েছিল, নুসরাত ফারিয়ার হবু স্বামী রনি রিয়াদ রশীদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।
বিয়ে না করার পেছনে বেশ কয়েকটি কারণকে সামনে আনছেন ফারিয়া। জানালেন, চারদিকে যে পরিমাণ বিচ্ছেদ হচ্ছে তাতে অনেকটাই আতঙ্ক বোধ করেন। ফারিয়া বলেন, ‘আমাদের পরিবার, আত্মীয়-স্বজনের মধ্যে এই বিবাহবিচ্ছেদের বিষয়টি নাই। এটি আমার জন্য একটা মানসিক ট্রমার মতো। ’
যদিও পারিবারিকভাবে বিয়ের চাপটা রয়েছে, তার পরও এখনই বিয়ে করতে চান না ঢাকাই ছবির এই নায়িকা। নিতে চান সময়। বললেন, ‘এখন আমি আমার কাজে ব্যস্ত। এই কাজ নিয়ে আপাতত থাকতে চাই। বিয়ের বিষয়টি এখনই ভাবছি না। ’
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবই যৌথ প্রযোজনার ছবি।
একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
