মিয়া খালিফা; প্রা;প্ত বয়স্কদের জন্য তৈরি সিনেমায় এক সময় অভিনয় করতেন তিনি। লেবানিজ-আমেরিকান এই মডেল অবশ্য এই আর ওই ধরনের ছবিতে অভিনয় করেন না। বর্তমানে তিনি সমাজকল্যানমূলক নানা প্রকল্পের সঙ্গে যুক্ত। এর পাশাপাশি নানা কারণেই আলোচনায় চলে আসেন মিয়া।
এবার বেশি বয়সি পুরুষের সঙ্গে কমবয়সি মেয়েদের প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। এ বিষয়টি তার নাকি শুনলেই বিরক্ত লাগে ! সম্প্রতি এই কথা জানিয়েছেন তিনি। কিন্তু কেন? তারও ব্যাখ্যা দিয়েছেন তিনি।
তার মতে, খুব কমবয়সী (১৮ বছর যেমন) মেয়েদের সঙ্গে বেশি বয়সের পুরুষের সম্পর্কটি মোটেই ভালো নয়। তার বক্তব্য, বহু বেশি বয়সের পুরুষেরই অল্প বয়সের মেয়েদের সঙ্গে প্রেম করার আগ্রহ থাকে। তার কারণ এদের সঙ্গে সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে যাওয়া যায়।
মিয়ার মতে, এটি মোটেই ভালো কাজ নয়। কারণ ১৮ বছরের কোনো মেয়ের শরী;রটি ঠিক করে পরিপূর্ণই হয় না এই ধরনের সম্পর্কের জন্য। সেখানে এমন সম্পর্ক মেয়েটির জন্য ক্ষ;তি;কর হয়ে উঠতে পারে। বিষয়টিকে তিনি একপ্রকার ‘নোংরা’ হিসাবেই দেখেন, এমন ইঙ্গিতও আছে তার কথায়।
একই সঙ্গে মিয়ার বক্তব্য, খুব কম বয়সী ছেলেদের সঙ্গে বেশি বয়সের নারীদের সম্প;র্কের পক্ষে নন তিনি। কারণ তাতে ছেলেটির নানা সমস্যা হতে পারে?
তাহলে কি কোনো প্রেমিক-প্রেমিকার মধ্যে ৩০ বছরের ব্যবধান মেনে নিতে পারবেন না তিনি? বিষয়টি তাও নয়। মিয়ার মতে, একটি মেয়ে যদি ২৫ বছরের হয়ে যায়, তার শরী;র পরিপূ;র্ণতা পেয়ে যায়। সেই সময়ে তিনি ৩০ বছরের বেশি বয়সের কেন, তার চেয়েও বেশি বয়সের কারও সঙ্গে প্রেম করতে পারেন। সেটি তার সিদ্ধান্ত।
এই প্রসঙ্গে বলতে গিয়ে মিয়া এটিও জানিয়েছেন, নিজের কম বয়সে তিনি এই জাতীয় একটি স;ম্পর্কের মধ্যে দিয়ে গেছেন। ফলে এর প্রভাব কতটা খারাপ হতে পারে, সে বিষয়ে তার রীতিমতো ধারণা আছে।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
