সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই ট্রোলের শিকার হয়ে থাকেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বিশেষ করে জিমের পোশাকে তাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা যখন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তখন তাকে নিয়ে ট্রোলের ঝড় চলে। তার পোশাক নিয়ে, হাঁটাচলার ধরন নিয়ে চলে নানা ধরনের কটুক্তি।
বিষয়টি নিয়ে এবার পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন মালাইকা। জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের শোতে এবা
রের পর্বের অতিথি ছিলেন মালাইকা।
ভারতী সিংয়ের সঙ্গে আলাপকালে পাপরাজ্জিদের প্রসঙ্গে বলিউডের ‘ছাইয়া ছাইয়া’ গার্ল মালাইকা বলেন, ‘আমি কখনো কাউকে বকা দেইনি, যদি না সে আমাকে ঠেলা বা ধাক্কা দিচ্ছে।
তবে আমার যেটা বিরক্ত লাগে, তোমরা ফটো নিচ্ছ তো এখানের নাও না (বুকের উপরের দিক নির্দেশ করে), তা না করে এখানের (বুকের নিচের দিক) নিচ্ছ। কেন তোমরা আমার নিতম্ব আবার বুকের ছবি নিচ্ছ। আমি আমার শরীরকে ভালোবাসি। ক্যামেরা শরীরের এখান থেকে ওখানে যায় (বুক আর নিতম্বকে নির্দেশ করেন)। এটাতে আমার সমস্যা আছে।’
মালাইকা আরো বলেন, ‘এবার অনেকেই বলবেন, তুমি যদি নিজের শরীর দেখাতে না চাও তবে শরীর ঢেকে পোশাক পরো। কেন আমাকে সেরকম পরতে হবে? আপনার কী সমস্যা? আমার যেমন ইচ্ছে হবে তেমন পোশাক পরব আমি।’
অনুষ্ঠানে পাপারাজ্জিদের প্রতি ক্ষোভ উগরে দেওয়ার পাশাপাশি ডিভোর্স দিয়ে যারা ট্রোল করেন, তাদেরও তুলোধুনা করেন মালাইকা।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
