নারী-পুরুষের মধ্যে ভালোবাসা ও শা;রী;রি;ক সম্পর্ক চলে আসছে সৃষ্টির শুরু থেকে। শুধু তাই নয়, সুস্থতার চাবিকাঠি হলো ভালোবাসার সম্পর্ক। আর সম্পর্কের গাঢ় বন্ধন তৈরি করে শারী;রিক সম্পর্ক। অত্যাধিক কাজের চাপ, মানসিক টেনশনে থেকে স্ট্রে;সের কারণে সম্পর্কে ছেদ ঘটছে অনেকেরই।
আর এর প্রভাব পড়তে শুরু করে দাম্পত্য জীবনেও।যৌ;ন সম্পর্ক বজায় রাখতে অনেকে নানারকম ওষুধ কিংবা ভায়াগ্রায় আ;সক্ত হয়ে পড়ছেন। যার পার্শ্বপ্রতিক্রিয়া বেশ ভয়াবগ। ভায়াগ্রার চেয়েও বেশি শক্তিশালী এমন এক ফল যা প্রাকৃতিক ভা;য়া;গ্রা;র কাজ করে। পুরুষের জন্য তা রীতিমত জাদুর মতো কাজ করবে।
সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা গেছে, যৌ;ন উ;ত্তে;জনা তিনগুণ পর্যন্ত বাড়িয়ে তোলার ক্ষমতা রয়েছে তর;মুজে। তাই সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে ওষুধের বদলে প্রাকৃতিক এই ভা;য়া;গ্রা খেতে পারে! যারা যৌ;ন মিল;নে স;ক্ষম এবং যারা অতটাও সক্ষ;ম নন তাদের জন্য ভীষণ উপকারি এই ফল। তরমুজ এবং পাতিলেবুর মিশ্রণই প্রাকৃতিক ভায়াগ্রার কাজ করে।
প্রক্রিয়া: তরমুজ ছোট করে কেটে মিক্সারে ব্লেড করে নিন। তবে শুধু তরমুজই নয়, সাদা অংশটাও খানিকাটা দিতে হবে। এবার তরমুজের রসটা একটি পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ফোটাতে থাকুন। একই সঙ্গে একটা গোটা পাতিলেবুর রস মেশাতে থাকুন। ফোটানোর সময় মিশ্রণটি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াব রাখবেন। মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রের মধ্যে ঢেলে রাখুন। তারপর সেটিকে ফ্রিজে রেখে দিন।
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং রাতে খাবার আগে দু চামচ করে ওই মিশ্রণ খেয়ে নিন।যাদের ওজন বেশি তারা ৩-৪ চামচ করেও খেতে পারেন। তবে বিশেষজ্ঞদের দাবি, এটি যদি নিয়ম করে খাওয়া যায়, তাহলে হাতেনাতে ফল পাবেন। তাহলে আর দেরি কিসের। সম্পর্কের উষ্ণতা বজায় রাখতে একবার ট্রাই করতে ক্ষতি কী!
এছাড়াও সুস্থ জীবন যাপন, নিয়ন্ত্রিত খাদ্যভ্যাস এবং নিয়মিত ঘুম অবশ্যই আপনার প্রতিটা কাজে সাফল্য এনে দেবে। আর মানসিকভাবে ফিট থাকলে সঙ্গীকেও সুখ দেওয়া সহজ হয়। তাই দারুণ দাম্পত্য উপভোগ করতে সর্বোচ্চ সুস্থ থাকার চেষ্টা করুন।