ফিফা বিশ্বকাপ শিরোপার আলাদা মহিমা আছে। বিশ্বকাপ জয়ী খেলোয়াড় এবং রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ ছুঁতে পারেন না ওই ট্রফি। স্বপ্নের ওই শিরোপা তাই আগে ছোঁয়া হয়নি লিওনেল মেসির। এবার তিনি বিশ্বকাপ ছুঁলেন। চুমু আঁকলেন। যেন তর সইলো না মেসির!
কাতার বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন মেসি। আসরে দ্বিতীয় সর্বোচ্চ সাতটি গোল করেছেন তিনি। তিনটি গোলে সহায়তা দিয়েছেন। ওই পুরস্কার আনতে গিয়েই মেসি স্পর্শ করেন বিশ্বকাপ ট্রফি। আনুষ্ঠানিকভাবে তা প্রদান করার আগেই ছুঁয়ে দেখেন স্বপ্ন।
নির্ধারিত সময়েগোল না হওয়ায় অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। ১০৮ মিনিটে মিনিটে ফ্রান্সের গোলে বারে শর্ট করেন মার্টিনেজ যা ঠেকিয়ে দেন লরিস। কিন্তু এবারে সুযোগ পান মেসি। করেন বিশ্বকাপের ৭ম ও নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের ১৩ তম গোল।
অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলের ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে এবারের বিশ্বকাপ জয় করে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘোঁচায়।
কাতার বিশ্বকাপের গোল্ডেন বল জিতে অনন্য এক রেকর্ড গড়েছেন কিংবদন্তি মেসি। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে দুটি গোল্ডেন বল জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপে তার হাতে উঠেছিল গোল্ডেন বল। তবে সেবার চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি।
মেসির ছাড়াও অন্য এক ডাবলের কীর্তি আছে ব্রাজিলের রোনালদো নাজারিও। তিনি একমাত্র ফুটবলার হিসেবে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জয় করেছেন। ১৯৯৮ বিশ্বকাপে তিনি গোল্ডেন বল জেতেন। পরের আসরে যেতেন গোল্ডেন বল।
Priyo Bangla 24 – Most Popular Bangla News The Fastest Growing Bangla News Portal Titled Priyo Bangla 24 Offers To Know Latest National And Local Stories.
