স্থানীয় জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি বিশাল পাংগাস মাছ, যার ওজন প্রায় ৯০ কেজি! মাছটি ধরার পর থেকেই স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বহু মানুষ মাছটিকে একনজর দেখতে ভিড় জমাচ্ছেন।
জেলেরা জানান, সকালে নদীতে মাছ ধরতে গেলে হঠাৎ জালে প্রচণ্ড টান অনুভব করেন তাঁরা। প্রথমে ধারণা করা হয়েছিল, জালে বড়সড় কোনো গাছের গুড়ি আটকে গেছে। কিন্তু পরে দেখা যায়, সেটি একটি বিশাল পাংগাস মাছ! দীর্ঘ সময় চেষ্টার পর জেলেরা মাছটি নৌকায় তুলতে সক্ষম হন।
বিশালাকৃতির এই মাছটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুটের কাছাকাছি বলে জানা গেছে। এমন বড় পাংগাস সাধারণত নদীতে পাওয়া যায় না বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বর্ষার সময় কিংবা বিশেষ কোন প্রাকৃতিক পরিবর্তনের সময় এমন বড় মাছ নদীতে উঠে আসে বলে ধারণা করছেন অভিজ্ঞ জেলেরা।
মাছটি ধরার খবরে স্থানীয় বাজারে এর দাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মাছটি কিনে রাখার আগ্রহও দেখাচ্ছেন, আবার অনেকে চাইছেন এটি সংরক্ষণ করে প্রদর্শন করার জন্য।
প্রকৃতির এমন উপহার জেলেদের জন্য যেমন সৌভাগ্যের, তেমনি স্থানীয়দের জন্যও এটি এক রকম আনন্দ ও কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।