জাতীয় সংসদের সদস্য হওয়ার পর থেকেই মাশরাফি বিন মর্তুজা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এবার তার উপর ভরসা করে নতুন দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীগণ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (২৬ ডিসেম্বর) রাতে সভাপতি মণ্ডলীর বৈঠকে মাশরাফিকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়া ওই বৈঠকে সভাপতিমণ্ডলীর দুটি পদ, সম্পাদক ও উপ সম্পাদকের একটি করে পদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদ পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতি মন্ডলীর বৈঠকে দলীয় সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।